গতকাল রোববার মিরপুর মডেল থানার ১০ নম্বর সেকশনের ওয়াসা ভবনের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, মুক্তা মার্কেটে গিয়ে কোনো মেয়ের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দেন। এরপর সুযোগ বুঝে মুঠোফোন ও টাকা হাতিয়ে পালিয়ে যান।
পুলিশ সূত্র জানায়, মুক্তা পুরান ঢাকার বাসিন্দা। তিনি মূলত নিউমার্কেট, গাউছিয়াসহ নারীরা যেসব বিপণিবিতানে বেশি যান, সেখানে ছিনতাই করেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন প্রথম আলোকে বলেন, তাঁর বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। তাঁকে একাধিকবার গ্রেপ্তারও করেছে পুলিশ।