পিকের অতি রাজনীতি পছন্দ নয় মেসির

কাতালোনিয়ার স্বাধীনতা নিয়ে শুরু থেকেই সরব ছিলেন বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে। এমনকি প্রয়োজনে স্পেন দল ছাড়ারও হুমকি দিয়েছিলেন তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট দেন। সবশেষ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেও তাই স্পেনের সমর্থকদের বিভিন্ন ব্যাঙ্গ শুনতে হয়েছে।

শুধু স্পেনের মানুষেরই নয়, রাজনীতি নিয়ে পিকের এই অবস্থানের কারণে নাকি দলের সতীর্থ লিওনেল মেসিও তার ওপর কিছুটা বিরক্ত। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ চলাকালে এ নিয়ে তাদের মধ্যে বসচাও হয়েছে। টানা সাত ম্যাচ জয়ের পর সেবারই প্রথম পয়েন্ট খুইয়েছে বার্সা। সুয়ারেজের গোলে শেষ পর্যন্ত হার এড়ায় দলটি।

খেলা শেষে মেসি পিকের উদ্দেশ্যে বলেন, তার উচিত রাজনীতি নিয়ে অতিরিক্ত মাথা না ঘামিয়ে পুরোপুরি ফুটবলে মনঃসংযোগ করা। ব্রিটিশ গণমাধ্যম বলেছে, অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে মেসি এসব নিয়ে পুরো দলকেই সাবধান করেন। এসব অতি রাজনীতিকরণের ফলেই বার্সার ম্যাচের ফলেও প্রভাব পড়েছে বলে মত দেন আর্জেন্টাইন সুপারস্টার।

ইত্তেফাক/কেআই



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews