টাইফুন উইফা স্থলে উঠে আসার পর এর তাণ্ডবে গাছ উপড়ে পড়ে। ছবি: রয়টার্স
টাইফুন উইফা স্থলে উঠে আসার পর এর তাণ্ডবে গাছ উপড়ে পড়ে। ছবি: রয়টার্স
টাইফুন ‘উইফা’ হংকংয়ের ওপর দিয়ে বয়ে যাওয়ার পরদিন চীনের দক্ষিণাঞ্চলে প্রবল ঝড়ের পাশাপাশি ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে।
রোববার সন্ধ্যায় টাইফুনটি স্থলে উঠে আসার পর সোমবার থেকে চীনের ‘গুয়াংডং প্রদেশের ইয়াংজিয়াং, ঝাঞ্জিয়াং এবং মাওমিং শহরে ঝড়ো হাওয়ার সঙ্গে ভারি বৃষ্টি শুরু হয়। পরিস্থিতি পর্যালোচনা করে আবহাওয়া বিভাগ ওই অঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসের সতর্কতা জারি করেছে ।
রোববার টাইফুন উইপা হংকংয়ের ওপর দিয়ে বয়ে যায়। ঝড়ের তাণ্ডবে নগরীটিতে গাছ উপড়ে পড়ে, নির্মাণ কাজের জন্য খাঁড়া করা বাঁশের বিশাল সব মাচা ভেঙে পড়ে। এর পাশাপাশি এটি ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটায় এবং প্রায় ২৮০ জনকে আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য করে; জানিয়েছে রয়টার্স।
চীনের জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, স্থলে উঠে আসার পর উইফা দুর্বল হয়ে একটি ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়েছে। ঝড়টি গুয়াংডং প্রদেশের উপকূল অতিক্রম করে পরে দক্ষিণপশ্চিম মুখে ভিয়েতনামের দিকে এগিয়ে যাবে্
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঝড়টির প্রভাবে মঙ্গলবার সকাল পর্যন্ত গুয়াংডং, গুয়াংশি, হাইনান ও ফুজিয়ান প্রদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে ভারি বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলে আকস্মিক বন্যা, ভূমিধস এবং ঝড়ো হাওয়ার ঝুঁকি আছে বলে সতর্ক করা হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, ঝড়টি সোমবার সকাল নাগাদ টনকিন উপসাগরে পৌঁছে মঙ্গলবার ভিয়েতনামের উত্তর উপকূলে আঘাত হানার আগে আবারও শক্তি সঞ্চয় করতে পারে।