কবে বিয়ে করবেন—সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে অ্যাডলফ খান বলে খুব শীঘ্রই একজন ধার্মিক মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন তিনি।।
অ্যাডলফ আরও বলেন, "আমার এনগেজমেন্ট ইতোমধ্যে হয়ে গেছে। আশা করছি, আগামী ডিসেম্বরে সবাইকে নিয়ে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করব। আমাদের দুজনেরই কিছু পরিবারের সদস্য বিদেশে থাকেন, তাই তাদের একত্রিত করার পরই বিয়ে সম্পন্ন হবে।"
তিনি আরো বলেন, "এটা তো বলাই যায় যে, বিয়ে হবেই—তবে সেটা দেখতে হলে আর একটু আরও একটু অপেক্ষা করতে হবে।"
এছাড়া, যখন তার কাছে জানতে চাওয়া হয় তার হবু বউ কেমন মেয়ে, তখন অ্যাডলফ খান জানান, "সে একেবারে ঘরোয়া, ধার্মিক, রুচিশীল ও মার্জিত। আমার হবু স্ত্রী হচ্ছেন আমার সবচেয়ে ভালো বন্ধু। সে কোনো সেক্টরের সঙ্গেও যুক্ত নয়, একদমই ঘরের মেয়ে।"
অ্যাডলফ খান আরও বলেন, "সে আমার ভিডিও দেখত, আমার কাজের প্রতি ভক্ত ছিল। অনেক ভক্তই কথা বলতে চেয়েছে, কিন্তু যখন তাকে দেখলাম, তখন মনে হলো, তার সঙ্গে জীবন কাটানো সম্ভব। তার গুণাবলি, নম্রতা, ভদ্রতা, শিক্ষা—সব কিছুতেই সে আমাকে ভালবাসে, আমার প্রতিটি বিষয়কে গ্রহণ করে এবং আমাকে সহজভাবে বুঝে।"