উত্তর পোল্যান্ডে একটি নতুন বিমান প্রতিরক্ষা ঘাঁটি খুলতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার (১৩ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করা হবে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর দেশটিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। তাদের আশ্বস্ত করতেই এমন উদ্যোগ নিয়েছে দেশটি। বাল্টিক উপকূলের কাছে রেডজিকোও শহরে অবস্থিত ঘাঁটিটি ২০০০ সাল থেকে কাজ করছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

অতীতে ট্রাম্প কিছু ন্যাটো দেশের সমালোচনা করে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র ন্যাটোর এমন দেশগুলোকে রক্ষা করবে না যেগুলো প্রতিরক্ষায় যথেষ্ট ব্যয় করে না। তার এমন মন্তব্য কিছু ন্যাটো সদস্যকে অস্বস্তিতে ফেলে।

এবারের মার্কিন নির্বাচনে তাই ট্রাম্পের জয় অনেক দেশের মধ্যেই নিরাপত্তা নিয়ে উদ্বেগের জন্ম ‍দিয়েছে।

ওয়ারশ বলেছে, হোয়াইট হাউজে যেই থাকুক না কেন, ওয়াশিংটনের সঙ্গে পোল্যান্ডের সামরিক জোট যে দৃঢ় তার প্রতীকই এই ঘাঁটি।

মঙ্গলবার পোলিশ পররাষ্ট্রমন্ত্রী রাডোস্লা সিকোরস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা একটি ভিডিও পোস্টে বলেছেন, ‘এটি কিছুটা সময় নিয়েছে। তবে এই নির্মাণ যুক্তরাষ্ট্রের ভূ-কৌশলগত সংকল্পকেই প্রমাণ করে।’

এ সময় তিনি আরও বলেন, ‘ওয়ারশ ও ওয়াশিংটনে যার শাসনই আসুক না কেন, পোলিশ-আমেরিকান জোট শক্তিশালী থাকবে।’

পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুদা একজন রক্ষণশীল। তিনি ট্রাম্পের সঙ্গে উষ্ণ সম্পর্কের ওপর জোর দিয়েছেন। সোমবার সাংবাদিকদের তিনি বলেন, পোল্যান্ডের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে ট্রাম্প তাকে ফোন করেছিলেন।

ট্রাম্পের অতীত সমালোচনা কিছু ন্যাটো সদস্যকে অস্বস্তিতে ফেললেও এ বিষয় পোল্যান্ড অনেকটাই আত্মবিশ্বাসী। পোলিশ কর্তৃপক্ষ বলছে, দেশটি তার অর্থনীতির আকারের তুলনায় প্রতিরক্ষায় জোটের সবচেয়ে বেশি ব্যয় করে। এর অর্থ হলো, তাদের আসলে ভয় পাওয়ার কিছু নেই।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews