ঈদের আগের দিন রোববার থেকে আগামী ১ জুলাই পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও এ সময়ে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম অন্যান্য দিনের মতো চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২৫ জুন থেকে আগামী ১ জুলাই শনিবার পর্যন্ত টানা আটদিন ছুটি ঘোষণা করা হয়েছে।

“ফলে এ কয়দিন হিলি বন্দর দিয়ে ভারত-বাংলাদেলের মধ্যে পণ্য আমদানি-রপ্তানিসহ এ সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২ জুলাই রোববার থেকে বন্দরের আমদানি-রপ্তানি পুনরায় চালু হবে।”

বন্দরে ছুটি ঘোষণা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পানামা হিলি পোর্ট, কাস্টমস কর্তৃপক্ষসহ বন্দর সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে।

বন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের টিআই অসিত কুমার স্যানাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যেহেতু ব্যবসায়ীরা আটদিন বন্দরে কোনো রকম কার্যক্রম করবে না, তাই আমরাও বন্দরে আটদিন ছুটি ঘোষণা করেছি।

এদিকে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকরলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার অন্যান্য দিনের মতো চালু থাকবে বলে জানিয়েছেন হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ আফতাব হোসেন।

তিনি বলেন, “ঈদের দিনেও কোনো যাত্রী ভারত যেতে চাইলে যেতে পারবে।”



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews