রাজধানীর কামরাঙ্গীরচরে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ জুলাই) বিকালে কামরাঙ্গীরচরের আলিনগর এলাকায় একটি বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রুবেল (৩৬) নামে অভিযুক্ত এক ব্যক্তি পলাতক রয়েছে।

পুলিশ ও ভুক্তভোগীর স্বজনরা জানান, শুক্রবার বিকালে শিশুটিকে চকলেট-চিপসের প্রলোভন দেখিয়ে রুবেল তার ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে প্রতিবেশীরা বিষয়টি খেয়াল করে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। বর্তমানে শিশুকে ঢামেকের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসিতে) ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শিশুটির মা অভিযোগ করে বলেন, রুবেল চকলেট ও চিপসের প্রলোভন দেখিয়ে তার কক্ষে শিশুটিকে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি কান্নাকাটি শুরু করলে রুবেল পালিয়ে যায়। এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় একটি মামলা করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) মামলার তদন্তকারী কর্মকর্তা কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান,  ঘটনার পর থেকে অভিযুক্ত রুবেল পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews