প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৩৪ পি. এম.

Print

অনলাইন রিপোর্টার ॥ ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে ও খেলাপি ঋণ কমিয়ে আনতে আইন সংস্কার করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

আইনী প্রক্রিয়ার দুর্বলতার কারণে ব্যাংকগুলো খেলাপি ঋণ আদায় করতে পারেনা উল্লেখ করে মন্ত্রী বলেন, আইন সংস্কারের পদক্ষেপ বাস্তবায়ন করতে পারলে এ খাতে শৃঙ্খলা ফিরবে। ব্যাংকিং কমিশন গঠনে উদ্যোগ নেয়ার চিন্তা থাকলেও তা এখনই বাস্তবায়ন হচ্ছেনা বলেও জানান মন্ত্রী।

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৩৪ পি. এম.





Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews