বিনিয়োগের বর্তমান পরিবেশ ও ২০৪১ সালের মিশন নিয়ে ইংরেজিতে প্রবন্ধ উপস্থাপন ও নির্ধারিত আলোচনার পর ছিল প্রশ্নোত্তর পর্ব। এ পর্বে হঠাৎ শ্রোতাদের কাতার থেকে দাঁড়িয়ে স্পষ্ট বাংলায় মাঝবয়সী একজন বললেন, ‘বিনিয়োগ পরিবেশের কথা বলছেন! ডলার–সংকটে আমরা ব্যাংকে ঋণপত্র (এলসি) খুলতে পারছি না।’

প্রশ্নকারী প্লাস্টিক ও টিন কনটেইনার উৎপাদনকারী কিউ পেইল লিমিটেড নামের একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসির। এ অধিবেশনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমকে কেন রাখা হয়নি, সে প্রশ্নও তিনি তোলেন। উপস্থাপক টি আই এম নুরুল কবির তাঁকে থামানোর চেষ্টা করে বারবার ‘সুনির্দিষ্ট প্রশ্ন করুন’ বলে অনুরোধ করছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সবাই তখন সৈয়দ নাসিরের দিকে তাকিয়ে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews