জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনায় নরসিংদীর রায়পুরা উপজেলায় গাছের চারা ও করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা বাড়াতে মাস্ক বিতরণ করা হয়েছে।

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত এসব বিতরণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাওছার। পৌর এলাকা, আওয়ামী লীগের কার্যালয়ের সামনে, হাসনাবাদ, বাহেরচর, পিরিজকান্দি ও রাধানগরসহ বিভিন্ন এলাকায় গাছের চারা ও মাস্ক বিতরণ করেন তারা।

এ সময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমান উদ্দিন ভূইয়া, একেএম মহি উদ্দিন, আদিয়াবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইদ্রিস আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক এম নূরউদ্দিন আহমেদ, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক কাজী এমদাদ, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান ফরিদ, সহ-সভাপতি রহিছ মিয়া, স্বেচ্ছাসেবক লীগের নেতা মশিউল আলম কনক, প্রচার সম্পাদক বিডিআর হাসান আলী, সাবেক ছাত্রনেতা মেহেবুবুল হক রিপন, হাইরমারা ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম, ছাত্রনেতা মাছুম মেজবা প্রমুখ।

অনুষ্ঠানে রিয়াজুল কবির কাওছার বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক দেশের পরিবেশ সুরক্ষায় গাছ রোপণ ও পরিচর্যা করতে হবে। এবং মহামারী করোনাভাইরাস মোকাবেলায় আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে পাশাপাশি বাধ্যতামূলক আমাদেরকে মাস্ক ব্যবহার করতে হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews