গত মৌসুমে লা লিগায় সেরা ফর্মে থেকেও চ্যাম্পিয়ন হতে পারেনি বার্সেলোনা। লিওনেল মেসি হয়েছিলেন লিগের সর্বোচ্চ গোলদাতা। কিন্তু দল শিরোপা জিততে না পারায় আক্ষেপে পুড়েছেন তিনি। লিগের গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়ের পুরস্কার পিচিচি ও দি স্তেফানো হাত নেওয়া আর্জেন্টাইন ফরোয়ার্ড এবার শিরোপার স্বাদ পেতে চান। এজন্য আগামী শনিবারের এল ক্লাসিকো জেতা খুব গুরুত্বপূর্ণ মনে করছেন মেসি।

বার্সেলোনার প্রাণভোমরার মতে, সান্তিয়াগো বার্নাব্যু থেকে ৩ পয়েন্ট আনতে পারলে লা লিগা জয়ের পথে অনেক বড় ধাপ ফেলবে তারা। রিয়ালকে হারালে তাদের চেয়ে পয়েন্ট ব্যবধান ১৪ তে বাড়িয়ে নেবে বার্সা। অনেকটা স্বস্তি নিয়ে নতুন বছর শুরু করতে চান মেসি, ‘এ ম্যাচ জেতা গুরুত্বপূর্ণ, অনেক অর্থবহ এটা। সবসময় একটা বিশেষ ম্যাচ। রিয়াল মাদ্রিদ, তাদের স্টেডিয়াম.... জয়টা হবে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ পাওয়া। এখনও লিগের অনেক খেলা বাকি। কিন্তু জয় দিয়ে বছর শেষ করা এবং ক্রিসমাস উদযাপন করা হবে অনেক সুন্দর।’

আলফ্রেদো দি স্তেফানো ট্রফি হাতে নেওয়ার পর মেসি বলেছেন, ‘আমি বেশ কয়েকবার এটা পেয়েছি। আগে এ ট্রফি ছিল ভিন্ন, আরও বড় ও ভারী।’ সর্বোচ্চ পঞ্চমবার লা লিগার সেরা খেলোয়াড় হওয়ার অনুভূতি জানালেন তিনি এভাবে, ‘আবারও এটা পেয়ে আমি খুশী। মার্কাকে এ স্বীকৃতির জন্য ধন্যবাদ।’

কয়েক মিনিট পর ক্যারিয়ারের চতুর্থ পিচিচি ট্রফি হাতে নেন মেসি। বার্সেলোনায় গত মৌসুমে ৩৭ গোল করে তিন বছর পর এই পুরস্কার পেলেন তিনি। বর্ণিল রাতের দ্বিতীয় ট্রফি হাতে নিয়ে ৩০ বছর বয়সী ফরোয়ার্ড বলেছেন, ‘আবার ধন্যবাদ। আমি আমার সব সতীর্থের সঙ্গে এটা ভাগাভাগি করতে চাই, তাদের প্রতি কৃতজ্ঞ। দলের জন্যই আমি এ পুরস্কার জিতেছি। তবে এটা আমার প্রধান লক্ষ্য নয়, আমাদের লক্ষ্য শিরোপা। তারপর যদি ব্যক্তিগত পুরস্কার আসে, সেটাকে স্বাগত জানাবো।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews