দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠি। ‘বাহুবলী’র কারণে কারণে তিনি অত্যধিক পরিচিত। এ অভিনেত্রীকে এবার দেখা যাবে ডনরূপে। যদিও বিষয়টি নিশ্চিত নয়, তবে ভারতীয় গণমাধ্যম এমনই ইঙ্গিত দিয়েছে সম্প্রতি। ২০১৯ সালের অ্যাকশন থ্রিলার ‘কাইথি’র সিক্যুয়াল নির্মিত হচ্ছে। লোকেশ কানাগরাজের পরিচালনায় এ সিনেমায় অনুশকা শেঠি যোগ দিচ্ছেন বলে জানা গেছে। তবে সেটা সিনেমার অভিনেতা কার্তির স্ত্রী, নাকি ডন হিসাবে, তা নিশ্চিত করেনি কেউ। গুঞ্জন রয়েছে, আনুশকাকে দেখা যেতে পারে ডনরূপে।

২০১৯ সালের অ্যাকশন থ্রিলারে কোনও নারীপ্রধান চরিত্র ছিল না। গল্পটি কার্তিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছিল। যেখানে দেখা গেছে মেয়েকে বাঁচানোর জন্য একজন বাবার লড়াই। তবে, দ্বিতীয় কিস্তিতে একজন অভিনেত্রী গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন বলে খবরে প্রকাশ। সিক্যুয়েলে, অভিনেত্রী আনুশকা শেঠি সম্ভবত ডন অথবা কার্তির স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন বলে গুঞ্জন রয়েছে।

কাইথি (২০১৯) ছিল লোকেশ সিনেমাটিক ইউনিভার্সের (এলসিইউ) প্রথম সিনেমা। এতে কার্তিক শিবকুমার, যিনি কার্তি নামে পরিচিত, প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর ২০২২ সালে বিক্রম, কমল হাসান এবং সুরিয়া একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন। এই ইউনিভঅর্সে লিও এসেছিল, যাতে বিজয় নায়ক হিসেবে ছিলেন। ফ্র্যাঞ্চাইজির প্রতিটি নতুন কিস্তি আগেরটির চেয়েও বেশি আর্থিকভাবে সফল ছিল। তবে ২০১৯ সাল থেকে ভক্তরা ‘কাইথি’র সিক্যুয়েলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এ কারণে নির্মাতা সিনেমাটি নির্মাণের ঘোষণা দেন। এই মুহূর্তে লোকেশ কানাগরাজ রজনীকান্তকে নিয়ে ‘কুলি’ সিনেমা নির্মাণে ব্যস্ত রয়েছেন। ১৪ আগস্ট এটি মুক্তি পাবে। এ সিনেমায় আমির খানকে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে। আরও রয়েছে তেলেগু স্টাইল আইকন নাগার্জুন। এ সিনেমার কাজ শেষ করেই ‘কাইথি-২’র শুটিং শুরু করবেন নির্মাতা-এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এদিকে আনুশকা শেঠি বর্তমানে ‘ঘাটি’ ও ‘কথানর’ : দ্য ওয়াইল্ড সকারার’ সিনেমাগুলো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews