বন্যা মোকাবেলায় স্বাস্থ্য বিভাগের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। তিনি বলেন, বন্যা দীর্ঘস্থায়ী হলেও পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত ওষুধ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন ও আইভি ফ্লুইডসহ সবকিছুর পর্যাপ্ত সরবরাহ ও মজুদ রয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আরও জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বন্যা হতে পারে বলে আগাম তথ্য দেয়ার ফলে এক মাস আগে থেকে প্রস্তুতি নেয়া সম্ভব হয়েছে। গত ৪৮ ঘণ্টায় ২৪ জন পানিতে ডুবে মারা গেছে যাদের মধ্যে শিশুর সংখ্যা বেশি।

তিনি জানান, বর্তমানে দুর্গত জেলা ২১টি ও উপজেলা ৪৫টি। দুর্গত ইউনিয়ন ২৪৪টি, আশ্রয়কেন্দ্র ১৪৪। মেডিকেল টিমের সংখ্যা ১৮২৪। বন্যায় ১ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত ১০৭ জন মারা গেছে।

এমইউ/ওআর/জেআইএম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews