ইকবাল হোসেন লিমন, বোয়ালমারী (ফরিদপুর)

ফরিদপুর-১ আসনে (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. ইলিয়াস মোল্লা বলেছেন, ‘মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি- সকলেই মিলে দেশটাকে গড়ে তুলতে হবে। ঐক্যবদ্ধভাবে দেশটাকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলা সম্ভব।’

সোমবার (২৫ আগস্ট) রাতে উপজেলা সদরের বার্তা টাওয়ারে বোয়ালমারী প্রেসক্লাব আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সভায় তিনি নির্বাচনী এলাকার উন্নয়ন পরিকল্পনাও উপস্থাপন করেন।

প্রফেসর ড. ইলিয়াস মোল্লা বলেন, ‘হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ও উপজাতি সকলে মিলেই দেশকে গড়ে তুলতে হবে। ঐক্যবদ্ধভাবে দেশটাকে সোনার বাংলা গড়ে তোলা সম্ভব।’

শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, ‘ব্রিটিশ আমলের প্রণীত শিক্ষা ব্যবস্থা আমাদের মানসিকভাবে দাসত্বে আবদ্ধ করে রেখেছে। এই ব্যবস্থা সংস্কার করা জরুরি। দুঃখজনক হলেও সত্য, মানবতার শিক্ষা এখন আমাদের শুনতে হচ্ছে তাদের কাছ থেকে যারা এক সময় মানুষের ওপর পারমাণবিক বোমা ফেলেছিল।

সাংবাদিকদের ভূমিকায় গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজের প্রতিবন্ধকতা দূরীকরণে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে হবে।’

বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট কোরবান আলীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা জামায়াতের সাবেক আমির ও ফরিদপুর জেলা শূরা সদস্য মাওলানা শহিদুল ইসলাম, পৌর জামায়াতের আমির মাওলানা সৈয়দ নিয়ামুল হাসান ও সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন, সহ-সভাপতি কাজী আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য কাজী হাসান ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খান, কোষাধ্যক্ষ জাকির হোসেন, প্রচার সম্পাদক এম জামান।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews