ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, জাতিসংঘের পারমাণবিক সংস্থার অপেশাদার আচরণের প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) সাথে তেহরানের সহযোগিতা স্থগিত করতে আইনসভায় একটি বিল পাশ করার বিষয়ে বিবেচনা করা হচ্ছে।

সোমবার সংসদ অধিবেশনের ভাষণে কালিবাফ ইরানের পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ প্রকৃতির কথা পুনর্ব্যক্ত করে এই কথা জানান।

পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণের বিষয়ে ইসলামী বিপ্লবের নেতার জারি করা ধর্মীয় ফরমান তুলে ধরে ইরানি সংসদের স্পিকার বলেন, ইরানের অ-শান্তিপূর্ণ কার্যকলাপের কোনও পরিকল্পনা নেই। তবে বিশ্ব স্পষ্টভাবে প্রত্যক্ষ করেছে আইএইএ তার কোনও প্রতিশ্রুতি পালন করেনি এবং সংস্থাটি একটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে।

কালিবাফ আরও বলেন, ইরানের পার্লামেন্ট আইএইএ-এর সাথে ইরানের সহযোগিতা স্থগিত করতে একটি বিল পাস করার কথা বিবেচনা করছে। যতদিন না তেহরানকে জাতিসংঘের পারমাণবিক সংস্থার পেশাদার আচরণের বাস্তব নিশ্চয়তা দেওয়া হবে ততদিন সহযোগিতা স্থগিত রাখার বিষয়টি নিয়ে চিন্তা করা হচ্ছে।

ইসরায়েলি সরকারের ব্যর্থতার পর ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে মার্কিন সামরিক হামলাকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে সরাসরি আমেরিকান অংশগ্রহণের ঘোষণা হিসাবে নিন্দা করেন দেশটির পার্লামেন্ট স্পিকার।

তিনি বলেন, যদিও আমরা এই (আমেরিকান) আক্রমণকে ইসরায়েলি সরকারের লক্ষ্য অর্জনে কৌশলগত ব্যর্থতার ফলস্বরূপ বিবেচনা করি, তবুও আমরা এটি সহ্য করব না। আমরা অবশ্যই এমন একটি প্রতিক্রিয়া দেব যা জুয়াড়ি ট্রাম্পকে আমাদের প্রিয় দেশের বিরুদ্ধে আগ্রাসনের জন্য অনুতপ্ত করবে। সূত্রঃ তাসনিম নিউজ এজেন্সি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews