‘লাল সিং চাড্ডা’ সিনেমার ভরাডুবির পর আমির ভক্তরা ‘সিতারে জামিন পার’ সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এমনকি মুক্তির আগে সমালোচকরা নানান মত দিয়েছেন। প্রশ্ন উঠেছিল, সিনেমাটি কি বক্স অফিসে আমির খানের হারিয়ে যাওয়া কারিশমা ফিরিয়ে আনতে পারবে?

যদিও এই প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। তবে সিনেমাটির প্রথমদিনের আয় মোটামুটি সন্তোষজনক হলেও আমিরের আগের সিনেমা ‘লাল সিং চাড্ডা’র প্রথমদিনের আয়কে ছাড়াতে পারেনি। তাই প্রশ্ন উঠেছে তবে কি ফের ভরাডুবির পথে আমির খান?







‘সিতারে জামিন পার’ মুক্তি পেয়েছে ২০ জুন। সর্বশেষ তথ্য অনুসারে, স্পোর্টস ড্রামাভিত্তিক এই সিনেমাটি প্রথম দিনে আয় করেছে ১১.০৫ কোটি রুপি।

সিনেমাটি প্রথম দিনে ‘লাল সিং চাড্ডা’র আয়ের সংখ্যা পার হতে পারেনি। ২০২২ সালে মুক্তির প্রথম দিনে ১১.৭ কোটি রুপি আয় করেছিল ‘লাল সিং চাড্ডা’।

বলা প্রয়োজন, ‘সিতারে জামিন পার’ ১০ জন বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুকে নিয়ে নির্মিত হয়েছে। যাদের বাস্কেটবলের ট্রেনিং দেন অমিতাভ। এই অমিতাভের চরিত্রে অভিনয় করেছেন আমির। এই ১০ অভিনেতারা হলেন- আরুশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বনশালি, আশিস পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরান মঙ্গেশকর।

‘সিতারে জামিন পার’ সিনেমায় আমির খান





এটি স্প্যানিশ সিনেমা ‘ক্যাম্পিওনেস’র হিন্দি সংস্করণ। সিনেমায় আমিরের বিপরীতে অভিনয় করেছেন জেনেলিয়া ডি’সুজা।

উল্লেখ্য, ‘সিতারে জমিন পার’ নির্মাণ করেছেন আরএস প্রসন্ন।

সূত্র: এনডিটিভি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews