সুইজারল্যান্ডে সমকামী বিবাহ ১ জুলাই ২০২২ থেকে বৈধ হয়েছে৷ সমকামী দম্পতিদের বিবাহের আইনটি ২০২০ সালের ডিসেম্বরে সুইস পার্লামেন্টে পাশ হয়েছিল৷





আজ থেকে সমলিঙ্গের বিয়ে বৈধ হচ্ছে সুইজারল্যান্ডে। ৬৪% সুইস ভোটার গত সেপ্টেম্বরে এই নতুন আইনের পক্ষে ভোট দিয়েছিল।

যদিও সুইজারল্যান্ডে ১৫ বছরেরও বেশি সময় ধরে একই লিঙ্গের দম্পতিদের জন্য নাগরিক অংশীদারিত্ব রয়েছে- তবে সমালোচকরা মনে করেন বিবাহ মানে সমতার অধিকার দেয়া। সুইজারল্যান্ড পশ্চিম ইউরোপে সমকামী বিয়ের অনুমতি দেওয়ার জন্য সর্বশেষ দেশ।

এর অর্থ স্বয়ংক্রিয় পিতামাতার স্বীকৃতি এবং নন-সুইস অংশীদারদের জন্য স্বাভাবিককরণকে সহজ করে তুলবে৷

নাম পরিবর্তনের প্রক্রিয়াটিও সহজ হবে- যদিও বাধ্যতামূলক নয়। এছাড়া সামাজিক নিরাপত্তার কিছু পার্থক্য যেমন নাগরিক অংশীদারিত্ব এই বিবাহের মাধ্যমে সমাধান হবে, বিশেষ করে একজন সঙ্গীর মৃত্যুর ক্ষেত্রে। সুইজারল্যান্ডে আজকের পর আর কোনো নতুন সিভিল পার্টনারশিপ গঠন করা যাবে না।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews