চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান জেডটিই দেশের বাজারে নিয়ে এলো ব্লেড সিরিজের তিনটি নতুন স্মার্টফোন।

শনিবার (১০ জুন) রাজধানীর নিকুঞ্জে একটি অনুষ্ঠানে এ স্মার্টফোনের ঘোষণা দেওয়া হয়।

নতুন ফোন হলো ব্লেড ভি ৪০, ব্লেড এ-৭২ এস ও ব্লেড এ ৫৩। ব্লেড ভি ৪০ ফোনে আছে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি পর্দা, ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, ৬ গিগাবাইট+ ৪ গিগাবাইট র্যাম এবং ১২৮ গিগাবাইট রম। ফোনটি দ্রুত চার্জ করা যায়। এ ফোনটিও মিড বাজেটের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেডটিই বাংলাদেশের প্রধান নির্বাহী ভিনসেন্ট, ন্যাশনাল সেলস পার্টনার ইয়াংমিং, হানহাই বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হুয়াং হাই বিং, হেড অব বিজনেস আনোয়ার হোসাইন, বিক্রয় ব্যবস্থাপক সালেহ আহমেদ, হেড অব আডমিন রুবেল মেহেদী, হ্যালো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হুদা, উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠান গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহুরুল হক বিপ্লব ও প্রধান বিপণন কর্মকর্তা সিরাজুল হক।

এইচএস/এমএএইচ/জেআইএম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews