ছবি সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শততম ম্যাচ খেলার কীর্তি গড়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। শনিবার (২৮ জানুয়ারি) বিপিএলের ২৮তম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে শততম ম্যাচটি খেলেছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফী।

অবশ্য তার আগে এই রেকর্ড ছুঁয়েছেন তিনজন। তারা হলেন, উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম, এনামুল হক ও ইমরুল কায়েস। চলতি আসরেই তারা এ নজির গড়েন।

২০১২ সালে শুরু হওয়া বিপিএলের প্রথম আসর থেকেই খেলছেন মাশরাফী। আসরের ১০০ ম্যাচের মধ্যে অধিনায়ক হিসেবে ৯৭টিই খেলেছেন। এর মধ্যে ৩৪টিতে হারলেও জয় পেয়েছেন ৬১টি ম্যাচে। বিপিএলের অধিনায়ক হিসেবে চারবার চ্যাম্পিয়নও হয়েছেন।

মাশরাফী বিন মোর্ত্তজা খেলোয়াড় হিসেবে বিপিএলে এখন পর্যন্ত ৯৭ উইকেট ও ৫৩৯ রান করেছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews