শারজায় আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হেরে টিম র্যাঙ্কিংয়ে একধাপ পতন হয়েছে বাংলাদেশের। তবে ব্যক্তিগত র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজের। মূলত এই সিরিজে কিছুটা পারফর্ম করাতেই তার ছাপ পড়েছে র্যাঙ্কিংয়ে।
ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে অধিনায়ক শান্ত ১১ ধাপ এগিয়ে ২৩ নম্বরে জায়গা করে নিয়েছেন। আর বোলারদের র্যাঙ্কিংয়ে মেহেদী মিরাজ এগিয়েছেন ৯ ধাপ। তারও অবস্থান ২৩ নম্বরে।
তবে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে যথেষ্ট উন্নতি হয়েছে তার। চার ধাপ এগিয়ে চার নম্বরে জায়গা করে নিয়েছেন টাইগার এই অফস্পিনিং অলরাউন্ডার।
এদিকে অস্ট্রেলিয়ায় ২২ বছর পর ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান। এমন অসাধারণ সাফল্যের পর ওয়ানডে র্যাঙ্কিংয়েও সুখবর পেয়েছে তারা। পেস বোলিং র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে জায়গা করে নিয়েছেন পেসার শাহিন শাহ আফ্রিদি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে অনন্য অবদান রেখেছেন বাহাতি এই পেসার। তিন ম্যাচে ১২.৬২ গড়ে ৮ উইকেট নিয়েছেন। আর তাতেই বোলারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছেন। কেশব মহারাজকে হটিয়ে দখলে নিয়েছেন শীর্ষ আসন।
যার ফলে দক্ষিণ আফ্রিকান বাঁহাতি স্পিনার দুই ধাপ নেমে তিনে অবস্থান করছেন। দ্বিতীয়স্থান ধরে রেখেছেন আফগান স্পিনার রশিদ খান।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ বোলিংয়ে র্যাঙ্কিংয়ের উন্নতি হয়েছে আরেক পাক পেসার হারিস রউফেরও। ১৪ ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠেছেন। প্লেয়ার অব দ্য সিরিজ হওয়াসহ মোট ১০ উইকেট নিয়ে ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিংও অর্জন করেছেন ডানহাতি এই পেসার।
ক্যারিয়ার সেরা স্থান পেয়েছেন সতীর্থ নাসিম শাহও। ১৪ ধাপ এগিয়ে ৫৫ নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি।
এদিকে আফ্রিদি শীর্ষে ওঠায় ওয়ানডেতে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই শীর্ষস্থানটা পাকিস্তানেরই দখলে। সাবেক অধিনায়ক বাবর আজম ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আগেই শীর্ষে রয়েছেন। যা চ্যাম্পিয়নস ট্রফির আগে ভীষণভাবে উজ্জীবিত রাখবে তাদের।
গত বছর ওয়ানডে বিশ্বকাপের মাঝপথেও র্যাঙ্কিংয়ে এক নম্বরে জায়গা করে নিয়েছিলেন শাহিন শাহ।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে নতুন অধিনায়কের দায়িত্ব পাওয়া মোহাম্মদ রিজওয়ানেরও উন্নতি হয়েছে। দুই ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠেছেন তিনি।