ফ্রান্সের কিংবদন্তি মিশেল প্লাতিনি গতকাল তার নিজের বাসায় বড় ধরনের চুরির শিকার হয়েছেন। মার্শেইয়ের পূর্বাঞ্চলে অবস্থিত শহর কাসিসে প্লাতিনি তার বাসায় থাকতেই এ ঘটনা ঘটে। চোর তার বেশ কয়েকটি ট্রফি ও পদক নিয়ে গেছে। ফ্রান্সের রেডিও আরটিএল প্রথম এই খবর জানানোর পর বেশ কিছু সূত্র ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছে। আরটিএল নিউজ জানিয়েছে, বাড়ির বাগানে শব্দ শুনে কী হয়েছে দেখতে যান ৭০ বছর বয়সী প্লাতিনি। গিয়ে দেখেন, জানালার পাশে হুডি ও কালো পোশাক পরা এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন। প্লাতিনি লোকটিকে ধরতে পারেননি। পালিয়ে যান। প্লাতিনি এরপর তার বাসায় অনুপ্রবেশের আলামত দেখতে পান। বাগানের ভেতরে ছোট্ট একটি ঘরে কিছু ট্রফি ও পদক রেখেছিলেন প্লাতিনি। ট্রফি এবং পদক মিলিয়ে সেখান থেকে প্রায় ২০টি পুরস্কার নিয়ে গেছে চোর, জানিয়েছে আরটিএল নিউজ। তদন্ত-সংশ্লিষ্ট সূত্র এবং মার্শেইয়ের কৌঁসুলি অফিসও বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেন। ভোর সাড়ে পাঁচটার দিকে ঘটনাটি ঘটে বলে জানিয়েছে ফ্রান্সের সংবাদমাধ্যম। মার্শেইয়ের আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ এ নিয়ে তদন্তে নেমেছে। ‘টিভিফাইভ মঁদ’ জানিয়েছে, তদন্তের ভার অবজেনে ব্রিগেডকে দেয়া হয়েছে। সরকারি কৌঁসুলির অফিস থেকে বলা হয়েছে, সন্দেহভাজনকে ধরতে এবং কী পরিমাণ মূল্যের ক্ষয়ক্ষতি হয়েছে এবং কী কী জিনিসপত্র চুরি গেছে তা নিশ্চিত হতে তদন্ত চলছে। ফ্রান্সের হয়ে ১৯৮৪ ইউরোজয়ী প্লাতিনি ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সাবেক সভাপতি। তিনবার ব্যালন ডি’অরজয়ী (১৯৮৩, ১৯৮৪, ১৯৮৫) সাবেক এই অ্যাটাকিং মিডফিল্ডার ১৯৮৫ সালে জুভেন্টাসের হয়ে ইউরোপিয়ান কাপও (বর্তমানে চ্যাম্পিয়নস লিগ) জেতেন। ফ্রান্স জাতীয় দলের জার্সিতে ৭২ ম্যাচে ৪১ গোল করা প্লাতিনি ১৯৮২ ও ১৯৮৬ বিশ্বকাপের সেমিফাইনালেও খেলেছেন। ২০০৭ থেকে ২০১৬ পর্যন্ত উয়েফার সভাপতি পদে ছিলেন প্লাতিনি।

আর্থিক কেলেঙ্কারিতে তখনকার ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারের সঙ্গে জড়িয়েছিল তার নামও। তবে এ বছরের মার্চে তাকে অভিযোগ থেকে খালাস দেন আদালত। ইন্টারনেট



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews