ছবি: সংগৃহীত

(প্রিয়.কম) কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গিয়েছেন “তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। তোমায় কোথায় দেখেছি, যেন কোন স্বপনের পারা।” সেই স্বপ্ন আসুক আর না আসুক, হেমন্ত এসেছে। আর কিছু দিন পরেই ফুলের গন্ধে মাতবে ফুলকুমারিরা। সেই সুবাস ছড়িয়ে পড়বে প্রকৃতির মাঝে। প্রকৃতি প্রেমীরা হাড়িয়ে যাবেন সেই গন্ধে। লেখক হয়তো খুঁজে পাবেন নতুন লেখা কোন গন্ধের সুবাস। এভাবেই পার হয়ে যাবে হেমন্তকাল।

কিন্তু সুবাস হয়তো নেই জাতীয় ফুল শাপলার। তাও আবার গোলাপী শাপলা। সেই শাপলা কানে গুজে নিলো একটি মেয়ে। কি চমৎকার দৃশ্য! সেই দৃশ্যের অধিকারী মডেল ও অভিনেত্রী আইরিন আফরোজ। বর্তমান সময়ে একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি। সেই বিজ্ঞাপনেই এমন দৃশ্যে দেখতে পাবেন তাকে দর্শক। ব্যস্ততা রয়েছে তার ধারাবাহিক নাটক কিংবা একক নাটকেও।

হেমন্ত চলে গেলেও আসবে শীত তারপর বসন্ত। প্রকৃতির এই রুপের মতোই মুগ্ধতা ছড়িয়ে পড়ুক আইরিন আফরোজের অভিনয়ে। তার সেই পথচলায় সঙ্গী হোক বছরের ছয়টি ঋতু।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews