লন্ডনে অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের আলোচনা নিয়ে কার হার হলো আর কার হলো জিত, তা নিয়ে আলোচনা চলছেই। রাজনৈতিক নেতাদের মধ্যে যাঁরা ছিলেন এত দিন ইউনূস-ভক্ত, তাঁরা এখন তাঁর সমালোচনায় নেমেছেন। বিএনপি ইউনূসের বিরুদ্ধে নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ এনে অনেক হইচই করেছে, এখন তাদের ভূমিকাও পাল্টে গেছে। বিচিত্র সেলুকাস কী আজব আমাদের রাজনীতি, এক দিনেই সব পাল্টে গেল!
অনেক রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক রায় দিয়েছেন যে লন্ডন বৈঠকে বিএনপির বিজয় হয়েছে। বিষয়টা অন্যভাবেও দেখা যায়। অধ্যাপক ইউনূস চেয়েছিলেন নির্বাচন ২০২৬ সালের এপ্রিল মাসে হবে। তিনি দুই মাস নির্বাচন এগিয়ে আনার ঘোষণা দিয়েছেন। তারেক রহমান চাচ্ছিলেন এ বছরের ডিসেম্বরে নির্বাচন। তিনি ২০২৬ সালে ফেব্রুয়ারি মেনে নিয়েছেন। সুতরাং দুই পক্ষই দুই মাস করে ছাড় দিয়েছে।