অন্তর্বর্তী সরকারের প্রথম ছয় মাসের কার্যক্রমের মূল্যায়নের পাশাপাশি পরবর্তী ছয় মাসের কর্মপরিকল্পনা করতে হবে। সেখানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যক্তি খাতের বিনিয়োগ চালু রাখা, সরকারি ব্যয়ের দক্ষতা বৃদ্ধি, কর আহরণ বাড়ানো ও বৈদেশিক খাতের ব্যবস্থাপনায় জোর—এ পাঁচটি বিষয়ে গুরুত্ব দিতে হবে। এ ছাড়া ডিসেম্বর বা জানুয়ারিতে বিদেশি সহযোগীদের নিয়ে উন্নয়ন ফোরাম করতে হবে। সেখানে বাজেট অর্থায়ন ও এলডিসি থেকে উত্তরণের পর বাজারসুবিধা প্রাপ্তির বিষয়গুলো নিয়ে আলোচনা দরকার।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংলাপে এসব পরামর্শ দেন অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ও বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, বছর শেষে অন্তর্বর্তী সরকারকে নিজেদের মূল্যায়ন করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহির জন্য এই মূল্যায়ন দরকার। একই সঙ্গে মানুষের মধ্যে আস্থা সৃষ্টি করতে অন্তর্বর্তী সরকার কী করতে চায়, সেটিও সুনির্দিষ্ট করে বলতে হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews