লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার রাত ৯টার দিকে তারাবিহর নামাজ চলাকালে বৃষ্টি হচ্ছিল। ওই সময় রাকিব মিয়া (৩২) নামের এক যুবক দুজন সহযোগীসহ গৃহবধূর বাড়িতে ঢুকে পড়েন। ওই সময় বাড়িতে আর কেউ ছিলেন না। তাঁকে একা পেয়ে জোর করে ধর্ষণ করেন রাকিব। আর তাঁর দুই সহযোগী মুঠোফোনে ভিডিও করেন। পরে তাঁর কান ও গলার সোনার গয়না ছিনিয়ে নিয়ে পালিয়ে যান তাঁরা। এ সময় রাকিব তাঁকে হুমকি দেন, ‘কাউকে জানলে স্বামী-স্ত্রীকে একসঙ্গে জবাই করে হত্যা করা হবে।’