চট্টগ্রাম: বিএনপি-জামায়াতের ডাকা সারা দেশে অবৈধ হরতাল, অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 সোমবার (২০ নভেম্বর) সকালে চট্টগ্রাম ১১ (বন্দর-পতেঙ্গা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও মহানগর যুবলীগের সহ সভাপতি দেবাশীষ পাল দেবুর নেতৃত্বে মিছিলটি আগ্রাবাদ জাম্বুরী মাঠ চত্বর থেকে শুরু হয়ে বাদামতলি পুলিশ ফাঁড়ির সামনে এক সমাবেশে মিলিত হয়।

যুবলীগ নেতা টিপু খানের সভাপতিত্বে এবং আরমান ও সোয়েবের পরিচালনায় বক্তব্য দেন চট্টগ্রাম বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, সুফিউর রহমান টিপু, ইমতিয়াজ বাবলা, ফরহাদ আবদুল্লাহ, মো. ইসমাইল, সাজ্জাদ আলী জুয়েল, মোঃ এমরান হোসেন মো. শরিফ, আমিনুল ইসলাম, সরোয়ার হোসেন, সাজিবুল ইসলাম সজিব, হোসেন আহমদ কিরন, ফারুক হোসেন সুমন, ইসমাইল হুরন, আমির হোসেন জুয়েল, শাহজাহান বাপ্পি, মো. মনির, রমজান আলী, আবু নাছের জুয়েল, জিয়া উদ্দিন মুন্না, মো. দিদার, নজরুল ইসলাম, শাওন সরকার, নুর উদ্দিন রাসেল, ভিভু দেব নাথ প্রমুখ।

এ সময় যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু বলেন, বিএনপি-জামায়াত নাশকতার মাধ্যমে নির্বাচন বানচাল করতে চায়।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
পিডি/টিসি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews