আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেছেন, ‘উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হলে নারী সমাজকেও এগিয়ে আসতে হবে’।
আজ সেমাবার বিকাল ৪টায় লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় বক্তব্য দেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, চরম্বা জামেউল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আজিজুর রহমান, উপ-দপ্তর সম্পাদক এমএস মামুন, সদস্য নুরুল হক কন্ট্রাক্টর, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসহাব উদ্দিন, নুরুল আবছার, বিমল কিশোর চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জায়েদ বিন কাশেম, মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ রাসু, জেলা তাঁতী লীগের সহ-সভাপতি আলীম উদ্দিন, নারী নেত্রী শাহনাজ আক্তার ও নারী নেত্রী সাকেরা বেগম প্রমুখ।আমিনুল ইসলাম আমিন আরো বলেন, ‘আওয়ামী লীগ সব সময় দেশকে দিয়েছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, ঘরে ঘরে বিদ্যুৎ, দারিদ্র্যের হার সর্বনিম্ন পর্যায়ে এসব অর্জনই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরেই এসেছে। পক্ষান্তরে আজ যারা বিদেশি প্রভুদের সহায়তায় ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় তাদের ভয়াবহ দুর্নীতির কারণে দেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ৫ বার, ঘরে ঘরে তৈরি হচ্ছিল জঙ্গিবাদ, বিদ্যুৎ সংকটে নিমজ্জিত ছিল দেশের অধিকাংশ এলাকা। তাই আগামী জাতীয় নির্বাচনে সেই অপশক্তিকে প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ