ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে সহকারী প্রকৌশলী (অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার) পদে কর্মী নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: সহকারী প্রকৌশলী (অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার)

পদসংখ্যা: ৯ (ইলেকট্রিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে ৪ জন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৩ জন, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ১ জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজি/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ১ জন)

আবেদনের যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা:

মাসিক বেসিক বেতন ৫১ হাজার টাকা। ঢাকার মধ্যে হলে বেসিকের ৬০ শতাংশ বাসা ভাড়া ও ঢাকার বাইরে ৫০ শতাংশ বাসা ভাড়া। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ ইনস্যুরেন্স ও গ্রাচ্যুইটি সুবিধা রয়েছে।

আরও পড়ুন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, বেতন ৭৫০০০ টাকা

৮ হাজার এএসআই নিয়োগে প্রস্তাব

বয়সসীমা: বয়স সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন যেভাবে

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এই ওয়েবসাইটে (www.dpdc.gov bd) দেওয়া নির্দেশনা মেনে আবেদন করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনসংক্রান্ত বিস্তারিত জানা যাবে এই লিংকে

আবেদন ফি

ডিপিডিসির ওয়েবসাইটের নির্দেশনা মেনে পরীক্ষা ফি বাবদ ১০০০ টাকা জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১ জুন ২০২৫।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews