যুক্তরাষ্ট্রের ইলেকট্রিক গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান টেসলার সিইইউ এলন মাস্ক জানিয়েছেন, টেসলার সাইবার ট্রাক পানিতেও চলবে।





টেসলার সাইবার ট্রাকের উৎপাদন এখনো শুরু হয়নি। এটি সামনে বাজারে আসবে।

মাস্ক জানিয়েছেন, টেসলার সাইবার ট্রাকগুলো এমনভাবে তৈরি করা হবে যেটি ওয়াটারপ্রুফ হবে এবং স্বল্প সময়ের জন্য পানিতে ভেসে থাকতে পারবে। যা নৌকার মতো কাজ করবে।

তিনি জানিয়েছেন, নদী, খাল বা উত্তাল নয় এমন নৌ পথ পাড়ি দিতে পারবে সাইবার ট্রাক।

নতুন এ গাড়িটি পানিতেও চলার মতো উপযোগী করার মতো তৈরি করা হবে কারণ এটিকে টেক্সাসের বোকা চিকা থেকে দক্ষিণ প্রাদি দ্বীপে যেতে হলে একটি চ্যানেল (নৌ পথ) পাড়ি দিয়ে যেতে হবে।

এদিকে ২০১৯ সালে সাইবার ট্রাক উৎপাদনের কথা জানিয়েছিলেন এলন মাস্ক। এ বছরের শেষ থেকে উৎপাদনে যাওয়ার কথা ছিল। কিন্তু সেটি পিছিয়ে দিয়ে এখন ২০২৩ সালের মাঝামাঝি সময়ে নিয়ে যাওয়া হয়েছে।

সূত্র: এনডিটিভি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews