ঢাকা: ব্রেক্সিট চুক্তি অনুসারে ইউরোপীয় দেশগুলোতে ভ্রমণে ব্রিটিশদের ভিসা লাগবে না, তবে তাদের প্রতি তিন বছর পর পর সাত ইউরো কর্তৃপক্ষকে জমা দিতে হবে বলে স্থানীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে।

শুক্রবার (১৪ ডিসেম্বর) ইউরোপিয়ান কমিশন নিশ্চিত করে বলেছে, ইউরোপীয় দেশে ভ্রমণ করতে হলে যুক্তরাজ্যের পর্যটকদের ভিসার প্রয়োজন হবে না। তবে এর জন্য তাদের আবেদন করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র কিনে নিতে হবে।

সংবাদমাধ্যম বলছে, বিট্রিশদের জন্য করা এ ব্যবস্থার নাম দেওয়া হয়েছে- ইটিআইএএস বা ইউরোপিয়ান ট্র্যাভেল ইনফরমেশন অ্যান্ড অথোরাইজেশন সিস্টেম। যদিও ভ্রমণ ব্যবস্থাটি এখনও চাল হয়নি, তবে ২০২১ সালের মধ্যে এটি চালু হয়ে যেতে পারে।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮

টিএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews