জাসেদুল ইসলাম, আরব আমিরাত
শুরুতে সংগঠনটির ঘোষিত আহ্বায়ক কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন- আহ্বায়ক ইঞ্জিনিয়ার মীর মোশারফ হোসেন, সদস্য সচিব মোহাম্মদ আবু নাছের তছলিম, যুগ্ম সচিব-অর্থ ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ গিয়াস উদ্দিন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ গোলাম আজম, মোহাম্মদ হারুন, মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ নুরুল আফসার, ইঞ্জিনিয়ার আবুল মনসুর, মোহাম্মদ নিজামুদ্দিন, যুগ্ম সচিব মোহাম্মদ শেখ ফরিদ, মোহাম্মদ নুরুদ্দিন নাসির, মোহাম্মদ কবির আহমদ পাটোয়ারী ও সদস্য মোহাম্মদ নুরুল আফসার। এ ছাড়া প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার রেজাউল করিম (স্বপন) এবং উপদেষ্টা হলেন মোহাম্মদ জামাল উদ্দিন ভূঁইয়া ও মোহাম্মদ আব্দুল গনি চৌধুরী।
এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ফরিদপুর সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খন্দকার মিজানুর রহমান, লেডিস গ্রুপের সভাপতি লাবণ্য আদিল, টাঙ্গাইল প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি শহিদুল হক, মিরসরাই সমিতির সভাপতি নুরুল আনোয়ার, ব্যবসায়ী সেলিম রেজা প্রমুখ।
সভায় সংগঠনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মীর মোশারফ হোসেন জানান, আমিরাতে বসবাসকারী ফেনীবাসীকে ঐক্যবদ্ধ রাখার উদ্দেশ্যে সংগঠনটি পরিচালিত হচ্ছে। বিশেষ করে অসহায় প্রবাসীদের পাশে দাঁড়ানো, মৃত প্রবাসীদের মরদেহ দেশে প্রেরণ, বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে উৎসাহ প্রদান করাই তাদের প্রধান লক্ষ্য।
অনুষ্ঠানে শিশু-কিশোরদের প্রতিযোগিতা, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণসহ সংগঠনের সদস্যদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে আরব আমিরাতে অনুষ্ঠিত হলো ফেনী ফোরামের মিলনমেলা ও পরিচিতি সভা। শুক্রবার শারজাহ এক রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। শুরুতে তিন উপদেষ্টাসহ ১৭ বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা ও গঠনতন্ত্র পাঠ করে শোনান কমিটির একজন সদস্য।
এই বিভাগের আরও খবর