সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলতে দেখা যায় ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়াকে। এবার দেশের রাজনীতি ও বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ জানালেন তিনি।



এক ফেসবুক পোস্টে ফারিয়া জানান, কার কাছে বিচার দেবেন তিনি জানেন না। দেশের রাজনীতি নিয়ে তার যেন ক্ষোভের অন্ত নেই।







পোস্টে শবনম ফারিয়া লেখেন, এমন এক দেশে জন্ম, কার কাছে বিচার দেব, জানি না। এক পার্টির বড়রা টাকা মেরে ভাগছে, ছোটরা অনলাইনে জুলাই সিডিআই লিখে সেই শোক কমায়, আর বাকিরা চাঁদাবাজি, ডোনেশন, হাদিয়া নিয়ে কামড়া-কামড়ি করে পারাপারের রাস্তা ঠিকঠাক করে!

এরপর তিনি অনেকটা দুঃখ নিয়ে লেখেন, মাঝখানে আমরা সাধারণ মানুষ, নীরব দর্শক হয়ে রঙিন তামাশা দেখি। কিছু বললেই এক পক্ষ বলে, ‘ডলার খেয়েছেন, লাল স্বাধীনতা কেমন লাগে?’ অন্য পক্ষ বলে, ‘ফ্যাসিস্ট সরকারের দোসর! ১৬ বছর কিছু বলেননি কেন!’

সবশেষে অভিনেত্রী লেখেন, এদিকে আবার এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না! কই যাব আমরা? হে আল্লাহ, রাজনীতি নামক এই অভিশাপ থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করো। আমিন।

এর আগে, গত জুন মাসেও দেশের রাজনৈতিক পরিস্থিতি ও নৈরাজ্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন এ অভিনেত্রী। গত বছর জুলাই আন্দোলনে হাসিনা সরকারের বিরুদ্ধেও আওয়াজ তুলেছিলেন তিনি।

এনএটি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews