জুলাই সনদ ও ঘোষণাপত্রের সাথে জনগণ নির্বাচনের ঘোষণাও চায় উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, রোজার আগে নির্বাচনের জন্য জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে।

সোমবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নড়াইল ইউনিয়নের বাদশা বাজারে কাউয়ালীজান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গণঅভ্যুত্থানে শহীদ আবু কাউসার বিজয় ফরাজীর শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, নির্বাচিত সরকার ও সংসদের মাধ্যমেই জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন করে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ ও ঘোষণাপত্র বিএনপি ধারণ করে। কিন্তু একটি মহল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। অহেতুক বিভ্রান্তি ও জটিলতা সৃষ্টি করছে নির্বাচন বিলম্বিত করতে।

তিনি বলেন, বিএনপি শহীদদের রক্তের ঋণ পরিশোধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপি জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে জনগণের কাছে প্রদত্ত সকল অঙ্গীকার বাস্তবায়ন করতে বদ্ধপরিকর।

হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউজ্জামানের সঞ্চালনায় স্মরণ সভায় শহীদ আবু কাউসারের বাবা সাইদুল ইসলাম ফরাজী, হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব, বিএনপি নেতা অধ্যাপক মোফাজ্জল হোসেন, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নিলু, বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবদুল গনি, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নাঈমুর আরেফিন পাপন, পৌর বিএনপির আহ্বায়ক নূরে আলম জনি, উপজেলা বিএনপি নেতা সৈয়দুজ্জমান, হারুন অর রশীদ, হাবিবুর রহমান, আব্দুর রশীদ, জুলাই আন্দোলনে পুলিশের গুলিবিদ্ধ হয়ে আহত মেহেদী হাসান, সদর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মাসউদ রানা ও নড়াইল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি খোকন মিয়া বক্তব্য রাখেন।

এর আগে, এমরান সালেহ প্রিন্সসহ নেতৃবৃন্দ শহীদ বিজয় ফরাজীর বাবা ও পরিবারের সদস্যদের নিয়ে শহীদ আবু কাউসার বিজয় ফরাজীর কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করেন।

বিডি প্রতিদিন/এমআই



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews