সপ্তাহের চতুর্থ ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে সামান্য কমলেও বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। এদিন ডিএসইর প্রধান সূচক ২ দশমিক ০৫ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ১ দশমিক ২০ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৩১৬ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৪২ কোটি ৫৬ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ২৮৯ কোটি ৬৬ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩৯১ কোটি ৪৩ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১০১ কোটি ৭৭ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২ দশমিক ০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৯০৬ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৯৩ পয়েন্ট কমে এক হাজার ৩৭৫ পয়েন্টে এবং ৩ দশমিক ০১ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১৭০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ১৬১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৭টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- স্কয়ার ফার্মা, সিভিও পেট্রোকেমিক্যাল, গ্রামীণ ফোন, ইউনিক হোটেল, ফার্মা এইড, সিটি ব্রাংক, আলিফ অ্যালুমিনিয়াম, ব্র্যাক ব্যাংক, আনোয়ার গ্যালভানাইজিং এবং ওসমানি গ্লাস।
বৃহস্পতিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২৬ কোটি ৬৬ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৫১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ২৪ কোটি ৪৭ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১ দশমিক ২০ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১৯ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৫ দশমিক ৩৮ পয়েন্ট কমে ১৮ হাজার ২৫১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ০ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৭৬ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৩৭ দশমিক ৪১ পয়েন্ট কমে ১৬ হাজার ৪৯৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৮টির, কমেছে ৯৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩২টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- গ্রামীণ ফোন, আল আরাফা ইসলামি ব্যাংক, আলিফ অ্যালুমিনিয়া, কেয়া কসমেটিকস, স্কয়ার ফার্মা, সাইফ পাওয়ার, জেনারেশন নেক্সট, লংকা-বাংলা ফাইন্যান্স, কেয়া কসমেটিকস এবং সিভিও পেট্রোকেমিক্যাল।
আরও পড়ুন:
ব্যাংক খাতে অবহেলিত বাংলা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews