বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে বিরাট কোহলিদের ব্যাটিং খুশি করতে পারেনি সুনীল গাভাস্করকে। বুধবার মাত্র ১৭০ রানেই থেমে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। সেটা দেখেই হতাশ ভারতের সাবেক এই অধিনায়ক। নিউজিল্যান্ডের সামনে মাত্র ১৩৯ রানের লক্ষ্য রাখেন কোহলিরা। ৮ উইকেট হাতে নিয়ে সহজেই সেই রান করে দেন কেন উইলিয়ামসনরা।

ভারতের সাবেক ওপেনার গাভাস্কর বলেন, ভারতের ভাল ব্যাট করা উচিত ছিল। রোদ ছিল, তেমন কোনো সুইংও ছিল না বলে। সেখানে তারা মাত্র ১৭০ রানে শেষ হয়ে গেল। ষষ্ঠ দিনের খেলায় মধ্যাহ্নভোজের পর এই আক্ষেপ শোনা যায় ধারাভাষ্যকার গাভাস্করের গলায়।

ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে সব চেয়ে বেশি রান করেন ঋষভ পন্থ (৮৮ বলে ৪১ রান)। কোনো সঙ্গী পাননি তিনি। দিনের শুরুতেই ফিরে যান কোহলি (২৯ বলে ১৩ রান), চেতেশ্বর পূজারা (৮০ বলে ১৫ রান)। খুব বেশি সময় ক্রিজে টিকতে পারেননি অজিঙ্ক রাহানেও (৪০ বলে ১৫ রান)। রবীন্দ্র জাদেজা ৪৯ বল খেলে ১৬ রান করেন। পন্থের সঙ্গে তার জুটি আশার আলো দেখাচ্ছিল ভারতকে। কিন্তু ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই তাদের ফিরিয়ে দেন কিউই পেসাররা।

বিডি প্রতিদিন/এমআই



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews