বিবৃতিতে পটিয়া ও পাটগ্রাম থানায় রাজনৈতিক পরিচয়ে হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার সঙ্গে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান গণতন্ত্র মঞ্চের নেতারা।
গণতন্ত্র মঞ্চের নেতারা ফরিদপুরে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদের বাড়িতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে পটিয়া ও পাটগ্রাম থানায় রাজনৈতিক পরিচয়ে হামলা এবং আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় তীব্র ক্ষোভ জানান নেতারা।
শুক্রবার (৪ জুলাই) এক বিবৃতিতে তারা এ নিন্দা জানান।
নেতারা বলেন, এসব হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। দলীয় রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে ‘মব’ সন্ত্রাসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। যেভাবে এ কে আজাদের বাড়িতে হামলা চালানো হয়েছে আওয়ামী শাসনামলে একইভাবে বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িতে হামলা চালানো হতো। চব্বিশের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে আমরা ফ্যাসিবাদী আওয়ামী লীগের চরিত্র কারো কাছে প্রত্যাশা করি না।
সরকারের সমালোচনা করে নেতারা বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে ‘মব’ সন্ত্রাস দমনে কার্যকর পদক্ষেপ নিতে সরকার ব্যর্থ হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে সরকারি মদদের অভিযোগ পর্যন্ত উঠেছে। যার অনিবার্য পরিণতিতে আজকের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকারকে অবিলম্বে মব সন্ত্রাস দমনের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় এই দায় সরকার কোনোভাবেই এড়াতে পারবে না।
বিবৃতিতে পটিয়া ও পাটগ্রাম থানায় রাজনৈতিক পরিচয়ে হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেয়ার সঙ্গে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান গণতন্ত্র মঞ্চের নেতারা।