ইরানের আকাশসীমা থেকে একটি বিমান ছিনতাইয়ের চেষ্টা! যদিও তা অস্বীকার করল সংযুক্ত আরব আমিরাতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বুধবার হঠাত করেই খবর ছড়িয়ে পড়ে যে, দুবাই থেকে আফগানিস্তানের রাজধানী কাবুলে যাওয়ার পথে ইরানের আকাশসীমায় সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইদুবাই এয়ারলাইন্সের একটি বিমান ছিনতাইয়ের চেষ্টা হয়েছে। তবে আমিরাতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তৎক্ষণাৎ বিষয়টি উড়িয়ে দেন।




বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, এফজেড-৩০১ নম্বর ফ্লাইটটি দুবাই থেকে কাবুলে যাওয়ার সময় দুবাই ফিরে আসে। এবং দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সব যাত্রীকে নামিয়ে দেয়। এরপর বিমানটি সকাল ৮টা ৩১ মিনিটে আবার দুবাই ছাড়ে। তিনি দাবি করেন, বিমানের এক যাত্রীর অস্বাভাবিক আচরণের কারণে এই ঘটনা ঘটে। পরে ওই যাত্রীকে আটক করা হয়।




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews