ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে তথ্য দিয়ে গ্রেফতারের জন্য ঘোষিত পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করেছে যুক্তরাষ্ট্র। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মাদুরোর অবস্থান বা গ্রেফতারে সহায়তা করলে দেওয়া হবে ৫০ মিলিয়ন মার্কিন ডলার। খবর আল-জাজিরার।

এর আগে, ২০২৫ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন মাদুরোর বিরুদ্ধে ২৫ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা করেছিল। সেই পুরস্কারই এবার দ্বিগুণ করেছে বর্তমান প্রশাসন।

মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ, মাদুরো আন্তর্জাতিক মাদক পাচারে জড়িত এবং তিনি মেক্সিকোর কুখ্যাত সিনালোয়া কার্টেলসহ একাধিক অপরাধ সংগঠনের সঙ্গে যুক্ত। মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এক ভিডিওবার্তায় বলেন, মাদুরো ফেন্টানিল মেশানো কোকেন যুক্তরাষ্ট্রে পাঠিয়ে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছেন। তিনি বিশ্বের অন্যতম বড় মাদক পাচারকারী।

ভিডিওবার্তায় বন্ডি আরও জানান, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত মাদুরোর সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে ৭০০ মিলিয়ন ডলারের বেশি সম্পদ বাজেয়াপ্ত করেছে। বাজেয়াপ্ত এসব সম্পদের মধ্যে রয়েছে দুটি ব্যক্তিগত জেট, নয়টি বিলাসবহুল গাড়ি এবং বিপুল পরিমাণ কোকেন।

পুরস্কার ঘোষণার অংশ হিসেবে বন্ডি সাধারণ জনগণের জন্য একটি হটলাইনও চালু করেন। যেখানে মাদুরোর অবস্থান সম্পর্কে তথ্য দিলে ওই বিশাল অঙ্কের পুরস্কার পাওয়ার সুযোগ থাকবে।

এদিকে, যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তকে ‘নাটকীয়’ ও ‘হাস্যকর’ আখ্যা দিয়েছে ভেনেজুয়েলা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল বলেন, এটি একটি রাজনৈতিক বিভ্রান্তির অপচেষ্টা। মূলত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ কেলেঙ্কারি, বিশেষ করে জেফরি এপস্টেইনের ঘটনা থেকে দৃষ্টি সরাতেই এই নাটক সাজানো হয়েছে।

বিডি-প্রতিদিন/শআ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews