(প্রিয়.কম) ঘোরগ্রস্ত সিনেমা পরিচালক সত্যজিৎ রায়। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অনন্য একটি নাম। শুধু বাংলা চলচ্চিত্রের ইতিহাসে? না, বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসেও একটি প্রভাবশালী নাম সত্যজিৎ রায়। অথচ নিজের প্রথম সিনেমা ‘পথের পাঁচালী’ নির্মাণ করতে ঘুরেছেন বিভিন্ন প্রডিউসারের পিছু পিছু। কিন্তু কোনো প্রযোজক বিন্দুমাত্র এগিয়ে আসেনি সত্যজিৎ-এর ছবি নির্মাণে সহায়তা করতে। নিজের কষ্টার্জিত অর্থ আর পশ্চিম বাংলা সরকারের সামান্য অর্থায়নে তিনি ‘ড্রিম প্রজেক্ট’ ‘পথের পাঁচালী’ নির্মাণ করতে পেরেছিলেন। পথের পাঁচালী’র সাফল্যের পর তার আর পিছু ফিরে তাকাতে হয়নি তাঁকে। সত্যজিৎ রায় এবং ‘পথের পাচালি’র এমন অ্যাডভেঞ্চারাস অথচ সত্য কাহিনী নিয়ে কলকাতা বাংলা সিনেমায় নির্মাণ হতে যাচ্ছে একটি পূর্ণ্যদৈর্ঘ ছবি। ছবিটির নাম ঠিক না হলেও শীঘ্রই এর কাজ শুরু হবে বলে জানা গেছে।
বছর কয়েক বাদেই মহান নির্মাতা সত্যজিৎ রায়ের জন্মশত বার্ষিকী। অথচ তাঁর উপর খুব একটা কাজ এখনো চোখে পড়েনি। আর তাই কিছু নবীন ও প্রবীন সিনেমা নির্মাতা মিলে সিদ্ধান্ত নিলেন শীঘ্রই সত্যজিৎকে নিয়ে তারা নির্মাণ করবেন একটি ছবি। আর যেই কথা সেই কাজ। সত্যজিৎ-এর পরিবার থেকেও মিলে গেলো পার্মিশন! শুধু ‘সত্য’কে বিকৃত না করার আর্জি জানিয়েছেন তার পরিবার। এবার শুধু সিনেমা বানানোর পালা।
জানা গেছে, অস্কার বিজয়ী পরিচালক সত্যজিৎ রায়ের সিনেমার হাতেখড়ি হয় ‘পথের পাঁচালী’-র মাধ্যমে। অপুর ছেলেবেলা আম বাঙালির কাছে এক গর্বের নস্টালজিয়া। সেই কাহিনির সঙ্গে সত্যজিৎ রায়ের ছবি তৈরির গল্প এ বার দেখা যাবে বড় পর্দায়। লেখক-পরিচালক উদয়ন নাম্বোদিরি ও প্রযোজক কৌস্তভ রায়ের এই ‘ড্রিম প্রজেক্ট’-এ সত্যজিৎ রায়ের চরিত্রে অভিনয় করবেন পরিচালক কৌশিক মুখোপাধ্যায়। ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি ‘কিউ’ নামেই পরিচিত।
আপাতত অভিনেতা বাছাইয়ের কাজ চলছে। প্রবীণ অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে বিধান রায়ের চরিত্রে। ‘পথের পাঁচালী’-র আর্ট ডিরেক্টর হিসেবে অভিনয় করবেন রাহুল বন্দ্যোপাধ্যায়।