মঙ্গলবার সকাল থেকে ভারতের ৫ রাজ্যে টানটান উত্তেজনা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মধ্যপ্রদেশে কার্যত জয়ের পথে কংগ্রেস। ছত্তিশগড় ও রাজস্থানে যদিও আগেই জয় কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল কংগ্রেসের। সব মিলিয়ে পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে বড়সড় সাফল্য পেল কংগ্রেস।

আগামী বছর ভারতের জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশটির পাঁচ রাজ্যের বিধানসভার নির্বাচনে বড় ধরনের ধাক্কা খেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি। পাঁচটি রাজ্যের মধ্যে তিনটিতেই ক্ষমতায় ছিল উগ্র হিন্দুত্ববাদী এ দলটি। এর মধ্যে দুটিতেই এগিয়ে রয়েছে কংগ্রেস। একটিতে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে।

আজ মঙ্গলবার সকাল থেকে মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা, ছত্তিশগড় ও মিজোরামে ভোটগণনা শুরু হয়। এর মধ্যে মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে ক্ষমতায় আছে বিজেপি।

ভোটের সর্বশেষ ফলে দেখা যাচ্ছে-ছত্তিশগড় এরই মধ্যে বিজেপির হাতছাড়া হয়ে গেছে। সেখানে বড় ব্যবধানে জয় পেয়েছে রাহুল গান্ধীর কংগ্রেস।

৯০ আসনের ছত্তিশগড় বিধানসভায় ইতিমধ্যে ম্যাজিক ফিগারের থেকেও বেশি আসনে এগিয়ে কংগ্রেস। ১৫ বছরের বিজেপি সরকারের পতন হতে চলেছে ছত্তিশগড়ে।

৯০ আসনের ছত্তিশগড় বিধানসভায় ইতিমধ্যে ম্যাজিক ফিগারের থেকেও বেশি আসনে এগিয়ে কংগ্রেস। ১৫ বছরের বিজেপি সরকারের পতন হতে চলেছে ছত্তিশগড়ে।

রাজস্থানে মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার গদি সকাল থেকেই দোদুল্যমান। তিন রাজ্যেই ক্ষমতায় ছিল বিজেপি। রাজস্থান-ছত্তীসগঢ়ের দুর্গ হারানোর পর শেষ বিজেপির আশা ছিল মধ্যপ্রদেশ। কিন্তু শেষ দিকে এসে এগিয়ে যায় কংগ্রেস।

অন্যদিকে তেলঙ্গানায় দ্বিতীয় বারের জন্য সরকার গড়তে চলেছে তেলঙ্গানা রাষ্ট্র সমিতি। দ্বিতীয় স্থানে কংগ্রেস-টিডিপি জোট থাকলেও তারা অনেক পিছিয়ে। বিজেপি এগিয়ে ছ’টি আসনে।

উত্তর-পূর্বে অবশ্য কংগ্রেসের ভরাডুবির ইঙ্গিত। মিজোরাম ৪০ আসনের বিধানসভায় ইতিমধ্যেই ২৪টি আসনে এগিয়ে রয়েছে মিজো ন্যাশনাল ফ্রন্ট। কংগ্রেস এগিয়ে ৬টির আশেপাশে।

ভোটগণনার এই প্রবণতা দেখেই টুইটারে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরপর তিনটি টুইটে তার বক্তব্য, ‘মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছেন। এটা জনতার রায় এবং জনতার জয়। এই জয় গণতন্ত্রের জয়।’

পাঁচটি রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি আসন রয়েছে মধ্যপ্রদেশে। ২৩০ আসন সংখ্যার এই রাজ্যে বর্তমানে ক্ষমতায় রয়েছে বিজেপি। এনডিটিভির সর্বশেষ খবরে বলা হয়েছে, ১১২টি আসনে জিতেছে কংগ্রেস আর বিজেপি পেয়েছে ১০৮টি। ১১৬টি আসনে জিতলে বিধানসভায় নেতৃত্ব দেয়া যাবে।

রাজস্থান রাজ্যের বিধানসভার আসনসংখ্যা ১৯৯। এখানে ক্ষমতা হারাতে যাচ্ছে বিজেপি। ১০০টি আসনের লক্ষ্যে এখানে এনডিটিভির দেয়া তথ্যমতে ৯৬টি আসনে জিতেছে কংগ্রেস, অন্যদিকে ৮০টি আসনে জয় পেয়েছে বিজেপি।

৯০ আসনসংখ্যার রাজ্য ছত্রিশগড়ে জয় নিশ্চিত করেছে কংগ্রেস। বেসরকারি হিসাবমতে, এখানে ৬১ আসনে জয়ের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কংগ্রেস। এখানেও ক্ষমতায় ছিল বিজেপি। বিজেপি পেয়েছে ২০টি।

উত্তর-পূর্ব ভারতের মিজোরাম রাজ্যে স্থানীয় জোট মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ) ২৯ আসন পেয়ে জয় নিশ্চিত করেছে। ৪০ আসন সংখ্যার এ রাজ্যে কংগ্রেস ছয়টি ও বিজেপি একটি আসনে জয়লাভ করেছে।

অন্যদিকে, অন্ধ্রপ্রদেশ ভেঙে গঠিত হওয়া তেলেঙ্গানা রাজ্যে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি ৮৭ আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। এখানে কংগ্রেস ২২টি আর বিজেপি দুটি আসনে জয় পেয়েছে। এ রাজ্যে রয়েছে ১১৯টি আসন।

অন্যদিকে, অন্ধ্রপ্রদেশ ভেঙে গঠিত হওয়া তেলেঙ্গানা রাজ্যে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি ৮৭ আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। এখানে কংগ্রেস ২২টি আর বিজেপি দুটি আসনে জয় পেয়েছে। এ রাজ্যে রয়েছে ১১৯টি আসন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews