পত্রিকা: 'থানা ব্যারাকে পুলিশ সদস্যকে ধর্ষণ'

৩ ঘন্টা আগে

এই খবরে বলা হয়েছে, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার দ্বিতীয়তলার নারী ব্যারাকে ঢুকে এক নারী পুলিশ সদস্যকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই থানায় কর্মরত সাফিউর রহমান নামে আরেক পুলিশ সদস্যের বিরুদ্ধে।

শুধু তাই নয়, ওই ঘটনার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে গত ৬ মাস ধরে থানা ব্যারাকেই ওই নারী সদস্যকে ধর্ষণ করে অভিযুক্ত পুলিশ সদস্য।

এর প্রতিকার চেয়ে গত ৫ দিন ধরে ঘুরেও থানায় মামলা করতে না পেরে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন ভুক্তভোগী নারী পুলিশ সদস্য।

ঘটনাটি ধামাচাপা দিতে ওসিসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগের বিষয়ে কথা বলতে কনস্টেবল সাফিউরের সঙ্গে মুঠোফোনে মানবজমিন যোগাযোগ করলে সাংবাদিক পরিচয় শুনেই এ বিষয়ে কথা বলতে রাজি নন বলে ফোনকলটি কেটে দেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন বলেছেন, 'আমার কাছে ওই ভুক্তভোগী নারী পুলিশ সদস্য কোনো অভিযোগ করেননি। বিষয়টি এসপি স্যার দেখছেন। আপনি এসপি স্যারের সঙ্গে কথা বলেন।'

থানা ব্যারাকে এমন ঘটনা ঘটার সুযোগ নেই বলে দাবি ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের।

তিনি বললেন, বিষয়টি নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে। এটা প্রেমঘটিত কি না, কাউকে ফাঁসানো হচ্ছে কি না সব দেখা হচ্ছে। তাই এই মুহূর্তেই এ বিষয়ে সঠিকভাবে বলা যাচ্ছে না।

মানবজমিন

এই খবরে বলা হয়েছে, জুলাই সনদের সমন্বিত চূড়ান্ত খসড়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও মতবিরোধ রয়ে যাওয়ায় অগাস্ট মাসের মধ্যে এর সমাধান আসবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এই সনদের খসড়ার কোনও না কোনও বিষয় নিয়ে নিজ নিজ আপত্তির কথা জানিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন দল।

দলগুলোর মতবিরোধের প্রসঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ আজকের পত্রিকাকে বলেছেন, বাইরে রাজনৈতিক দলগুলোর মন্তব্য বিবেচনায় নিলে তো বিষয়টা দুরূহ হয়ে পড়বে। উনারা (দলগুলো) লিখিত মতামত দিলে আমরা বিবেচনা করব।

অগ্রগতি দৃশ্যত ধীর হলেও জুলাই সনদ নিয়ে অনিশ্চয়তা দেখছেন না আলী রীয়াজ।

সনদের সমন্বিত খসড়ার বিষয়ে মতামত গতকাল বুধবার বিকেল ৪টার মধ্যে জমা দিতে বলেছিল কমিশন। তবে এ সময়ের মধ্যে শুধু বিএনপি, এবি পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, এনডিএম, জাতীয় গণফ্রন্ট ও আমজনতার দল মতামত জমা দিয়েছে।

জামায়াতে ইসলামী, এনসিপি মতামত দেয়নি। এছাড়া, পাঁচটি দল আনুষ্ঠানিকভাবে মতামত জমা দিতে সময় চেয়েছে।

এ অবস্থায় গতকাল বিকেলে কমিশনের পক্ষ থেকে বাকি সব দলকে ২২ অগাস্ট শুক্রবারের মধ্যে তাদের মত জমা দিতে অনুরোধ করা হয়।

এদিকে, সনদের অঙ্গীকারনামার কিছু ধারা নিয়ে দলগুলোর আপত্তি রয়েছে। বিএনপি ও সমমনারা জুলাই সনদকে সংবিধানের ওপরে স্থান দিতে চায় না। বামদলগুলোও এ বিষয়ে আপত্তি জানাবে বলে জানা গেছে।

অন্যদিকে, এনসিপি জুলাই সনদের বাস্তবায়নের নির্দিষ্ট সময়সীমা চায়। সনদকে সংবিধানের ওপরে স্থান দেওয়ার বিষয়ে জামায়াতের আপত্তি নেই।

আজকের পত্রিকা

এতে বলা হয়েছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে সহিংসতায় আবারও বাংলাদেশমুখী হচ্ছে রোহিঙ্গারা।

নতুন করে আসা রোহিঙ্গারা ভেলায় চড়ে নাফ নদ পাড়ি দিয়ে অনুপ্রবেশ করে উখিয়ার ক্যাম্পে আশ্রয় নিচ্ছে, এমনটা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে।

সীমান্তে এখন বিপুলসংখ্যক রোহিঙ্গা জড়ো হয়েছে। তবে তারা ব্যাপক হারে বাংলাদেশে ঢুকতে পারছে না বলেও বিভিন্ন সূত্রে জানার কথা উল্লেখ করা হয়।

রাখাইনের বুথিডং থেকে কলাগাছের ভেলায় চড়ে নাফ নদ পাড়ি দিয়ে বাংলাদেশে আসতে চাইছেন তারা। সম্প্রতি যারা ঢুকেছেন, তারা দালালের মাধ্যমে নৌপথে টেকনাফে অনুপ্রবেশ করেছেন ধাপে ধাপে।

সম্প্রতি নতুন করে এক লাখ ২৪ হাজার ১২৮ জন রোহিঙ্গার অনুপ্রবেশের তথ্য রয়েছে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ে।

এদিকে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৫ অগাস্ট কক্সবাজার সফরে যাচ্ছেন। আগামী মাসে রোহিঙ্গাবিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন সামনে রেখে রোহিঙ্গা সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করতে ২৫ অগাস্ট কক্সবাজারের একটি রেস্টহাউসে বৈঠক করবেন তিনি, এমনটা জানা যাচ্ছে।

কালের কণ্ঠ

ইতিহাসের ওপর মব আক্রমণ চলছে— সমকালের প্রথম পাতার একটি সাক্ষাৎকারের শিরোনাম এটি।

অন্তর্বর্তী সরকারের এক বছরপূর্তি উপলক্ষ্যে দেশের সামাজিক পরিস্থিতি, মানবাধিকার ও সমসাময়িক বিষয়ে নেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন।

মানবাধিকার কর্মী, আইনজীবী হিসেবে সরকারের এক বছরকে কীভাবে দেখছেন? জবাবে সারা হোসেন বলেছেন, আগের সময়ের সঙ্গে তুলনা করলে আমরা নিঃসন্দেহে এখন ভালো আছি। গত বছর জুলাই-অগাস্টের দিনগুলোতে সাধারণ নাগরিক ও শিশুদের ওপর যেভাবে নির্বিচারে গুলি চলছিল, প্রতিদিন ভয়াবহভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছিল, সে অবস্থা থেকে এক বছরে আমরা বেরিয়ে এসেছি।

কিন্তু ৫ আগস্টের পরও অনেকে প্রতিহিংসামূলক আক্রমণের শিকার হয়েছে বলে মন্তব্য করেন এই আইনজীবী।

তার ভাষ্য, প্রান্তিক জনগোষ্ঠীর ওপরেও আক্রমণ হয়েছে। সেই ঘটনার তদন্ত ও বিচার হওয়া দরকার ছিল।

সমকাল

প্রতিবেদনটিতে বলা হয়েছে, মেট্রোরেলের নিচের স্থান রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়ে নকশা ভেঙে বিলবোর্ড স্থাপন শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

তাতে মেট্রোরেলের সৌন্দর্য যেমন নষ্ট হবে, তেমনি শহরের প্রাণ-প্রকৃতির জন্য বড় বিপর্যয় ডেকে আনতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) তাদের এলাকায় মেট্রোরেলের পিলারগুলোতে গ্রাফিতি এঁকেছে। পরিবেশের কথা বিবেচনা করে তারা এ ধরনের বিলবোর্ড স্থাপনের কোনো পরিকল্পনা করছে না।

এদিকে, সমালোচনার মুখে ডিএসসিসি এখন বিলবোর্ড স্থাপনের কাজ সাময়িকভাবে স্থগিত করেছে।

ডিএসসিসি তাদের এলাকার পিলারগুলোর পাশে ডিজিটাল বিলবোর্ডের ফ্রেম স্থাপন করা হয়েছে। এসব বিলবোর্ড বসাতে গিয়ে সড়কের মিডিয়ানে থাকা কিছু ফুলের গাছও কাটা পড়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, বিলবোর্ডগুলো মেট্রোরেলের সৌন্দর্য নষ্টের পাশাপাশি সড়কে যানবাহন চালকদের মনোযোগে ব্যাঘাত ঘটাবে। তীব্র আলোর ঝলকানি চালকের চোখে লেগে সড়ক দুর্ঘটনার কারণ হতে পারে।

এছাড়া পথচারীদের চোখেও নানা সমস্যা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা।

দেশ রূপান্তর

এতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্যানেলগুলোর প্রার্থী চূড়ান্ত হয়ে যাওয়ায় এখন ক্যাম্পাসে নির্বাচনী আমেজ তৈরি হচ্ছে।

ডাকসু নির্বাচনে গতকাল বুধবার প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্রসংসদ সমর্থিত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ এবং বামপন্থী তিন সংগঠনের যৌথ প্যানেল অপরাজেয় ৭১-অদম্য ২৪।

এর আগে, প্যানেল ঘোষণা করেছিল প্রতিরোধ পর্ষদ (বামপন্থী সাত ছাত্রসংগঠনের যৌথ প্যানেল), ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট (ইসলামী ছাত্রশিবির), ডিইউ ফার্স্ট (মাহিন সরকার নেতৃত্বাধীন স্বতন্ত্র প্যানেল), ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ (ছাত্র অধিকার পরিষদ), ছাত্র ফেডারেশন, ইসলামী ছাত্র আন্দোলন এবং সম্মিলিত ছাত্র ঐক্য (স্বতন্ত্র প্যানেল)।

প্যানেল ছাড়াও অনেকে ডাকসুর বিভিন্ন পদে স্বতন্ত্রভাবে নির্বাচন করতে মনোনয়নপত্র কিনেছেন।

তবে শিক্ষার্থীদের মতে, ডাকসুর শীর্ষ তিন পদ ভিপি, জিএস ও এজিএস পদে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে মূলত পাঁচটি প্যানেলের মধ্যে। এগুলো হলো ছাত্রদল, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ, প্রতিরোধ পর্ষদ, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য এবং ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট।

কারণ, এসব প্যানেলের কমবেশি নিজস্ব ভোট রয়েছে। এছাড়া বিভিন্ন সময় আন্দোলন–সংগ্রামের অনেক পরিচিত মুখ এসব প্যানেলে রয়েছেন।

এদিকে, বিভিন্ন প্যানেলের প্রার্থীদের তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, সবাই নিজেদের প্যানেলকে 'অন্তর্ভুক্তিমূলক' দেখাতে চেয়েছে।

প্রথম আলো

এই প্রতিবেদনে বলা হয়েছে, চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং ভৌগোলিক অবস্থান, বহুপক্ষীয় বাণিজ্য মঞ্চ, আঞ্চলিক কূটনীতি ও স্বাস্থ্য খাতের সহযোগিতা— সব মিলিয়ে শহরটি বাংলাদেশের জন্যও কৌশলগত কেন্দ্রে পরিণত হচ্ছে। বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠছে।

ঢাকা থেকে সোয়া ২ ঘণ্টার ফ্লাইট দূরত্বে চীনের কুনমিং বাংলাদেশের রোগীদের চিকিৎসার নতুন গন্তব্য হয়ে উঠছে। ভারত, থাইল্যান্ড ও সিঙ্গাপুরের বিকল্প হিসেবে অনেকেই চীনের এ শহরকে বিবেচনা করছেন।

বিশেষ করে ক্যান্সার, হৃদরোগ ও নিউরোসংক্রান্ত জটিল রোগের ক্ষেত্রে। সম্প্রতি চীন বাংলাদেশি রোগীদের জন্য 'গ্রিন চ্যানেল' ভিসা সুবিধাও চালু করেছে।

সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বণিক বার্তাকে বলেছেন, ভারতে যাতায়াত কমে যাওয়ায়, বিশেষ করে চিকিৎসার জন্য এখন লোকজন কুনমিং যাচ্ছেন। পর্যটন ও কেনাকাটার জন্যও আগে মানুষ ভারতে যেত। যাতায়াত সীমিত হওয়ায় এখন কুনমিং একটি পছন্দের গন্তব্য। এছাড়া সিঙ্গাপুর, ব্যাংকেকও যাচ্ছে লোকজন।

গত জুনে চীন, বাংলাদেশ ও পাকিস্তানের প্রথম ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকও হয় কুনমিংয়ে। কুনমিংয়ে ষষ্ঠ চীন-দক্ষিণ এশিয়া সহযোগিতা বৈঠকের ফাঁকে এ ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ, চীন ও পাকিস্তান আঞ্চলিক শান্তি, উন্নতি ও স্থিতিশীলতার দৃষ্টিভঙ্গির ভিত্তিতে সম্ভাব্য ত্রিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা করেছে।

বণিক বার্তা

Dhaka urges Delhi to close AL offices in India; অর্থাৎ ভারতে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ দেখতে চায় ঢাকা। ইংরেজি দৈনিক নিউ এজের দ্বিতীয় প্রধান খবর এটি। অন্যান্য সংবাদপত্রও এমন প্রতিবেদন প্রকাশ করেছে।

এই খবরে বলা হয়েছে, বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় ও কার্যক্রম বন্ধের জন্য ভারতের প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বুধবার এক বিবৃতিতে এ অনুরোধ জানায় ।

বিবৃতিতে বলা হয়, ভারতের রাজধানী দিল্লি এবং কলকাতায় আওয়ামী লীগের অফিস স্থাপনের খবর বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে । ভারতের মাটিতে আওয়ামী লীগের নেতাদের ক্রমবর্ধমান বাংলাদেশবিরোধী কার্যকলাপের পটভূমিতে এই ঘটনাটি ঘটেছে।

সম্প্রতি ভারতীয়সহ বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে, ভারতের মাটিতে দলটির ক্রমবর্ধমান কার্যক্রমের কথা।

যদিও এই বিবৃতির সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ভারতে আওয়ামী লীগের সদস্যদের দ্বারা বাংলাদেশবিরোধী কোনও কার্যকলাপ বা ভারতীয় আইনের পরিপন্থী কোনো কর্মকাণ্ড সম্পর্কে ভারত সরকার অবগত নয়। ভারত সরকার সেখানকার মাটি থেকে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার অনুমতি দেয় না ।

নিউ এজ

এতে বলা হয়েছে, ভোলাগঞ্জে নজিরবিহীন সাদা পাথরলুটে সরকারি কর্মকর্তা, আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরাও জড়িত ছিল, সিলেট জেলা প্রশাসন কতৃক গঠিত তদন্ত কমিটি এ সংক্রান্ত প্রমাণ পেয়েছে।

গতকাল বুধবার বিকেলে সিলেটের বিদায়ী জেলা প্রশাসক মাহবুব মুরাদের কাছে তদন্ত দলটি তাদের প্রতিবেদন জমা দেয়।

তদন্ত দলের প্রধান ও সিলেটের অতিরিক্ত জেলা কমিশনার পদ্মাসন সিংহ জানিয়েছেন, তাদের দেয়া সাত পৃষ্ঠার প্রতিবেদনে ১০টি সুপারিশ করা হয়েছে, যার মধ্যে রয়েছে বিভাগীয় তদন্ত এবং দোষী কর্মকর্তাদের শাস্তি দেয়ার সুপারিশ।

জ্যেষ্ঠ কর্মকর্তাদের অনুমতি ছাড়া বিস্তারিত তথ্য শেয়ার করতে রাজি হননি তিনি।

দ্য ডেইলি স্টার


Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews