বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকারের জন্য লড়াই করে আসছে বিএনপি। এই গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি মিলনায়তনে ছাত্রদলের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় আওয়ামী লীগের লুটপাটের সমালোচনা করে দলটির নেতাকর্মীদের বিচার দাবি জানিয়ে তিনি বলেন, সালমান এফ রহমান হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। টাকা বিদেশে পাচার করেছে। এদের সবার বিচার হওয়া উচিত।

অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/কেএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews