প্রথমবারের মতো ইংল্যান্ড টেস্ট দলে ডাক পাওয়ার পর এবার মাঠে নামার অপেক্ষায় জশ হাল। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টেস্ট দিয়ে অভিষেক হবে ৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতার এই বাঁহাতি পেসারের।

দা ওভালে শুক্রবার (০৬ সেপ্টেম্বর) শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। বুধবার একাদশ জানিয়ে দিয়েছে স্বাগতিকরা। লর্ডসে হওয়া দ্বিতীয় টেস্ট থেকে আসছে ম্যাচের একাদশে একটিই পরিবর্তন এনেছে ইংল্যান্ড। পেসার ম্যাথু পটসের জায়গায় এসেছেন হাল।

গত মাসে ২০ বছর পূর্ণ করা হাল শুরুতে স্কোয়াডেই ছিলেন না। প্রথম টেস্টে গতিময় পেসার মার্ক উড চোট পেয়ে ছিটকে গেলে বদলি হিসেবে ডাক পান তিনি। এখন পর্যন্ত ১০টি প্রথম শ্রেণির ম্যাচে হালের শিকার ১৬ উইকেট। গত মাসে ইংল্যান্ড লায়ন্সের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তিনি নেন ৫ উইকেট।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সীমিত ওভারের সিরিজের দলেও আছেন হাল। ওভাল টেস্টের একাদশে জায়গা পাওয়ায় আগামী বুধবার প্রথম টি-টোয়েন্টিতে তার খেলার সম্ভাবনা কম। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই টেস্ট জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। এবার লঙ্কানদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে নামবে তারা।

তৃতীয় টেস্টের ইংল্যান্ড একাদশ: ড্যান লরেন্স, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ, ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, অলি স্টোন, জশ হাল, শোয়েব বাশির।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews