দুদকের অভিযান শিগগির

রিসোর্টে শতকোটি টাকার বিনিয়োগ আজিজের

শতকোটি টাকা বিনিয়োগ করে আলিশান বাংলো নির্মাণ করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ (অব.)। আরও রয়েছে বাড়ি, ফ্ল্যাটসহ স্থাবর-অস্থাবর নানা সম্পদ। তাঁর দুই ভাইয়ের নামেও রয়েছে বিপুল সম্পদ।

এ ছাড়া ফেনী-২ আসনের সাবেক এমপি নিজাম হাজারী ও তাঁর পরিবারের সদস্যদের নামে পাওয়া গেছে কোটি কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ। এসব সম্পদ জব্দে শিগগির অভিযানে নামবে দুদক।  

দুর্নীতি দমন কমিশনের (দুদক) গোয়েন্দা ইউনিটের গোপন অনুসন্ধানে এসব তথ্য পাওয়া গেছে বলে গতকাল বুধবার জানিয়েছেন দুদক সচিব খোরশেদা ইয়াসমীন। আজিজ ও হাজারীর বিরুদ্ধে নামে-বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে দুটি কমিশন কাজ করবে বলে সিদ্ধান্ত হয়েছে।

দুদক জানায়, সেনাবাহিনীতে চাকরিকালে আজিজ আহমেদ ক্ষমতার অপব্যবহার ও অনিয়-দুর্নীতির মাধ্যমে রাজধানীসহ বিভিন্ন স্থানে বাড়ি, ফ্ল্যাট কিনেছেন। ১০০ কোটি টাকা বিনিয়োগ করে আলিশান বাংলো নির্মাণ করেছেন।

এ ছাড়া ঢাকার মিরপুর ডিওএইচএসে বাড়ি, নিকুঞ্জ-১-এর ৬ নম্বর রোডে ‘আজিজ রেসিডেন্স’ নামে বাড়ি রয়েছে। তাঁর ছোট ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ জোসেফের নামে ঢাকার বিভিন্ন জায়গায় বাড়ি ও কয়েকশ বিঘা জমি কেনার তথ্যও মিলেছে। বিদেশেও তাদের সম্পদ রয়েছে বলে তথ্য পেয়েছে দুদক। হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার করে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও দুবাইয়ে ব্যবসা পরিচালনা ও বাড়ি কেনার অভিযোগও রয়েছে আজিজের বিরুদ্ধে। 

দুদক সূত্র জানায়, গত ২০ মে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। তিনি ২০১৮ সালের জুন থেকে ২০২১ সালের জুন পর্যন্ত তিন বছর সেনাপ্রধান ছিলেন। এর আগে ২০১২ সাল থেকে চার বছর বিজিবির মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। 

আজিজের বিরুদ্ধে আরও অভিযোগ, মিথ্যা তথ্য দিয়ে তিনি ২০১৪ সালে ভাই হারিছ আহমেদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়েছিলেন মোহাম্মদ হাসান নামে। ২০১৯ সালে এনআইডিতে নিজের ছবি পরিবর্তন করেন। এটা করতে তিনি নির্বাচন কমিশনে সুপারিশ করেছিলেন। 

আজিজ আহমেদের আরেক ভাই তোফায়েল আহমেদ জোসেফ দুটি এনআইডি নিয়েছেন। এর একটি মিথ্যা তথ্য দিয়ে তানভির আহমেদ তানজীল নামে নেওয়া ও অন্যটি নিয়েছিলেন নিজের নামে। মিথ্যা তথ্য দিয়ে এনআইডি গ্রহণ করা ও একাধিক এনআইডি নেওয়া আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। 

নিজাম হাজারীর অঢেল সম্পদ

নিজাম হাজারীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়ম-দুর্নীতির মাধ্যমে নিজের স্ত্রী নূরজাহান ও পরিবারের অন্যান্য সদস্যের নামে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া তাঁর নামে বিদেশে সম্পদ অর্জনের তথ্যও মিলেছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews