হ্রদের অতলে আস্ত ট্রেনটা পড়ে রয়েছে একশো বছরেরও বেশি সময় ধরে। নিঃশব্দে, বিশ্বের নজর এড়িয়ে অতি গোপনে বহন করছিল একটা ইতিহাস। উত্তর আমেরিকার বৃহত্তম হ্রদ লেক সুপিরিয়রে ডুব না-দিলে সেই ইতিহাসের খোঁজ পাওয়া যেত না। প্রায় ১০৬ বছর আগের কানাডিয়ান প্যাসিফিক রেলওয়ের স্টিম ইঞ্জিন-সহ গোটা ট্রেনটারই হদিশ মিলল লেক সুপিরিয়র-এর নিচে।

প্রথম বিশ্বযুদ্ধ শুরু হতে তখনও বছর চারেক বাকি। বিশ্বের তাবড় শক্তিরা তখন আধুনিক অস্ত্রে শান দিচ্ছে। ১৯১০ সাল। কানাডিয়ান প্যাসিফিক রেলওয়ে-র ৬৯৪ নম্বর লোকোমোটিভ একটি দুর্ঘটনায় লাইনচ্যুত হয়ে লেক সুপিরিয়রে ডুবে যায়। তখন রেকগুলি খোঁজাখুঁজি করা হলেও, হদিশ মেলেনি। তারপর আর খোঁজাও হয়নি। ২০১৪ সালে সুপিরিয়রে একদল ডুবুরি ট্রেনটির খোঁজে সুপিরিয়রে নামলেও, খালি হাতেই ফেরেন।

অবশেষে গত বছর জিপিএস লোকেশনে কয়েকজন ডুবুরির একদল দেখেন, ট্রেনটি হ্রদের নীচেই রয়েছে। ঠিক জায়গায় খোঁজ চালাতেই মেলে শতাব্দি প্রাচীন স্টিম ইঞ্জিনটি। যার নম্বর ৬৯৪। আশপাশে পড়ে রয়েছে সেই বোল্ডারগুলিও, যেগুলিতে ধাক্কা লেগে ট্রেনটি হ্রদে পড়ে যায়। তবে ট্রেনটি হ্রদের নীচে এত বিশাল জায়গা নিয়ে পড়ে আছে, যে কোনও দিনও ট্রেনটি তোলা যাবে কিনা, তা নিয়ে দ্বন্দ্বে রয়েছে প্রশাসন।

সূত্র: এই সময়



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews