নেপালে ঈদের আট নাটকের শূটিং



বিনোদন রিপোর্ট

| প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৮, ১২:০০ এএম





আগামী ঈদ উপলক্ষে নাটক নির্মাণের কাজ বেশ জোরেসোরে শুরু হয়েছে। কেউ দেশে, কেউ বিদেশ গিয়ে নাটকের শূটিং করছেন। এবার দেশের বাইরে নেপালে শূটিং হতে যাচ্ছে ৮ নাটকের। বাঁধন ড্রিম ভিশন-এর প্রযোজনায় ঈদের জন্য নির্মিত ৮টি একক নাটক ও একটি ৭ পর্বের ধারাবাহিক। নাটকগুলোতে অভিনয় করবেন সারিকা, জোভান, তানজিন তিশা, ইরফান সাজ্জাদ, তানভীরসহ নেপালের স্থানীয় কয়েকজন শিল্পী। নাটকগুলো পরিচালনা করবেন তিনজন নাট্য নির্মাতা দীপু হাজরা, আসাদুজ্জামান আসাদ ও আমিনুল ইসলাম। নাটকগুলো রচনা করেছেন মাসুম শাহরিয়ার, আহসান আলমগীর, অরণ্য পাশা, ডি.এম রুম্মান, রূপান্তর, প্রিন্স এ আর, জুয়েল কবির, পারভেজ ইমাম প্রমুখ। বাঁধন ড্রিম ভিশনের কর্ণধার বোরহান খান বলেন, দেশে আমার প্রতিষ্ঠান থেকে অনেক নাটক নির্মাণ করেছি। পাশাপাশি বিদেশের লোকেশনেও নির্মাণ করি। এর কারণ বিদেশের কৃষ্টি কালচার ও বিভিন্ন সুন্দর সুন্দর নির্দশনগুলো যাতে আমাদের দর্শক দেখতে পারেন। এবারের নাটকগুলোতে কাজ করতে ২৩ জনের একটি ইউনিট গত ২১ মার্চ নেপাল গিয়েছেন।
ছবিঃ নেপাল।





Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews