দক্ষিণ কোরিয়ায় গভীর রাতে একটি স্কুল থেকে পরীক্ষার প্রশ্নপত্র চুরি করার চেষ্টা করার অভিযোগে একজন স্কুল শিক্ষক এবং একজন ছাত্রের মাকে গ্রেফতার করা হয়েছে। কোরীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ৪ জুলাই স্থানীয় সময় ভোর ১:২০ মিনিটে সিউলের দক্ষিণ-পূর্বে অবস্থিত শহর আন্দং-এর একটি স্কুলে শিক্ষার্থীদের বাবা-মা এবং একজন শিক্ষক পরীক্ষার প্রশ্নপত্র চুরি করার জন্য প্রবেশ করেন, কিন্তু স্কুলের নিরাপত্তা অ্যালার্ম বেজে উঠলে তাদের চুরির চেষ্টা ব্যর্থ হয়। প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষকের বিরুদ্ধে ঘুষ নেয়া এবং অসততার অভিযোগ রয়েছে, অন্যদিকে মাকে অনুমতি ছাড়াই স্কুলে প্রবেশ করার অভিযোগ রয়েছে। প্রতিবেদন অনুসারে, চুরির চেষ্টায় সহায়তা এবং মদদ দেওয়ার অভিযোগে একজন স্কুল ব্যবস্থাপককেও গ্রেপ্তার করা হয়েছে। প্রতিবেদন অনুসারে, শিক্ষক ছাত্রটিকে প্রাইভেট টিউশনও দিয়েছিলেন, যা দক্ষিণ কোরিয়ার আইনের পরিপন্থী। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে, দক্ষিণ কোরিয়ায়, স্কুল শিক্ষকদের শিশুদের প্রাইভেট টিউশন দেওয়ার অনুমতি নেই। সূত্র : জে এন।