কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে ফিফা ক্লাব বিশ্বকাপ। ৩২ দল থেকে ৮ দলে নেমে এসেছে এই প্রতিযোগিতা। এখন কোয়ার্টার ফাইনালের ৪ ম্যাচ, সেমিফাইনালের ২ ম্যাচ, ফাইনালসহ আরও ৭টি ম্যাচ বাকি ক্লাব বিশ্বকাপে। তবে গোলসংখ্যায় এরই মধ্যে বিশ্বকাপ ফুটবলকে পেছনে ফেলেছে ক্লাব বিশ্বকাপ।
যুক্তরাষ্ট্রে চলতি ক্লাব বিশ্বকাপে গ্রুপ পর্বে খেলা হয়েছে ৪৮ ম্যাচ, আর শেষ ষোলোয় ৮ ম্যাচ—সব মিলিয়ে এখন পর্যন্ত ৫৬ ম্যাচ খেলা হয়েছে। এই ৫৬ ম্যাচে গোলসংখ্যা ১৭৩টি। অর্থাৎ ম্যাচ প্রতি গড়ে ৩.০৮টি করে গোল হয়েছে।