রাজনৈতিক ক্ষমতার ন্যায়সংগত বাঁটোয়ারার অভাব আমাদের রাজনীতির প্রধান এক সমস্যা। এককেন্দ্রিক রাষ্ট্র হওয়ার কারণে আমাদের রাজনৈতিক ক্ষমতা একটি বিন্দুতে বা ব্যক্তিতে কেন্দ্রীভূত হয়। এমন রাষ্ট্রকাঠামোতে অন্তর্নিহিত বন্দোবস্তের অধীন ক্ষমতার বিকেন্দ্রীকরণ বা বিতরণ সম্ভব হয় না। এ জন্য আলাদাভাবে ক্ষমতা বণ্টনের বিভিন্ন পদ্ধতি উদ্ভাবন করতে হয়।

আমাদের মতো সংসদীয় গণতন্ত্রের দেশে নির্বাচনে জেতার ক্ষেত্রে ‘ফার্স্ট পাস্ট দ্য পোস্ট’, অর্থাৎ ভোটে যিনি এগিয়ে থাকবেন, তিনিই জয়ী হন। এ পদ্ধতিতে প্রাপ্ত ভোট যা–ই হোক না কেন, হেরে গেলে তার পুরোটাই মূল্যহীন। এ নীতির কারণে ক্ষমতা বণ্টনের অন্যান্য পদ্ধতির অনুপস্থিতিতে বাস্তবে তা ‘উইনার্স টেক অল’ হয়ে যায়; পরাজিত ব্যক্তি বা দলের জন্য কিছুই থাকে না। আত্মগর্বী দল বা ব্যক্তির রাজনৈতিক মননের বিরাট উন্নতি ছাড়া একদম অল্প ভোটে হেরে সম্পূর্ণ ক্ষমতাহীন হয়ে যাওয়ার বিষয়টা মেনে নেওয়া আসলেই কঠিন।

ওয়েস্টমিনস্টার ধাঁচের যে সংসদীয় গণতন্ত্র, যার অবশ্যম্ভাবী অনুষঙ্গ হলো রাষ্ট্র পরিচালনায় আইনসভার নিম্নকক্ষের বিরোধী দলের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। আইনসভায় সরকারকে প্রতিনিয়ত পর্যবেক্ষণ ও জবাবদিহির মধ্যে রাখে তারা।

সংসদীয় স্থায়ী কমিটিগুলোর গুরুত্বপূর্ণ পদে বিরোধী দল থেকেই মনোনয়ন দেওয়া হয়, এমনকি একটি ছায়া সরকারও গঠন করে; আর সরকারকেও সর্বোচ্চ উদারতার সঙ্গে এসব বস্তুনিষ্ঠ বিরোধিতা সহ্য করতে হয়। এভাবে সরকারের অপরিসীম নির্বাহী ক্ষমতায় তৈরি হয় ভারসাম্য। ফলে বিরোধীরা সরকারের দায়িত্বশীল প্রতিপক্ষ হয়েই ‘অপেক্ষমাণ সরকার’ হিসেবে সংসদে সহাবস্থান করে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews