২৫ এপ্রিল ২০২৪ বৃহস্পতিবার ৯:৪০:২৯ পূর্বাহ্ন Print this E-mail this

মাদক মামলায় অভিযুক্তকে খালাস দিয়ে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নির্দেশ

নগর প্রতিনিধি:

বরিশালে মাদক মামলার বাদী পুলিশের এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া এবং অভিযুক্তকে খালাস দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার বরিশাল যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক সালমা আক্তার রায়ে আসামিকে খালাস দিয়ে ওই নির্দেশ দিয়েছেন।

এই তথ্য নিশ্চিত করেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. সোহেল রানা।

খালাস পাওয়া আসামি সাইদুর রহমান নান্নু খান উজিরপুর উপজেলার পশ্চিম নারায়ণপুর গ্রামের মৃত তালেব আলী খানের ছেলে।

মামলার বরাতে বেঞ্চ সহকারী বলেন, ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টায় পুলিশ নান্নু খানের বাড়িতে অভিযান চালায়। ওই বাড়ির উঠানে ৬৭টি ইয়াবা পাওয়া গেছে এমন অভিযোগ এনে পরদিন ১ অক্টোবর নান্নু খানকে একমাত্র আসামি করে উজিরপুর মডেল থানায় মামলা করেন এসআই শেখ ফরিদ।

তদন্ত কর্মকর্তা একই থানার এসআই কামাল হোসেন ওই বছরের ৭ ডিসেম্বর নান্নু খানকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলায় ৯ জন সাক্ষ্য দেন।

বেঞ্চ সহকারী সোহেল রানা বলেন, “রায়ে আসমি নান্নুকে খালাস দেওয়া হয় এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মামলা করায় এসআই শেখ ফরিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।”

ওই আদেশের কপি বরিশাল জেলা পুলিশ সুপার, ডিআইজি এবং আইজির কাছে পাঠানো হবে, জানান বেঞ্চ সহকারী।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews